সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজনীতিবিদ থেকে সেলিব্রিটি- করোনা রেয়াত করছে না কাউকেই। এবার যাঁদের উপর এই অতিমারী আবহে নির্বাচনের দায়িত্ব, তাঁরাও মারণ ভাইরাসে আক্রান্ত হলেন। মঙ্গলবারই জানা গেল, কোভিড-১৯-এ (COVID-19) সংক্রমিত মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র। করোনার কবলে পড়েছেন নির্বাচন কমিশনার রাজীব কুমারও।
গত ১৩ এপ্রিল সুনীল আরোরার উত্তরসূরি হিসেবে মুখ্য নির্বাচন কমিশনারের (CEC) পদ গ্রহণ করেছেন সুশীল চন্দ্র। জানা গিয়েছে, সেই সময়ই তাঁর শরীরে ভাইরাস বাসা বেঁধেছিল। যে কারণে বাড়িতে বসেই নিজের দায়িত্ব বুঝে নিয়েছিলেন তিনি। মঙ্গলবার নির্বাচন কমিশনের তরফে সরকারিভাবে জানানো হল, সুনীল চন্দ্রের করোনা আক্রান্ত হওয়ার খবর। একইসঙ্গে এই ভাইরাসে সংক্রমিত নির্বাচন কমিশনার রাজীব কুমারও। দু’জনই বাড়ি বসে কাজ করছেন। বঙ্গে এখনও বাকি তিন দফার ভোট। ২২, ২৬ এবং ২৯ তারিখ হবে নির্বাচন। এমন পরিস্থিতিতে দুই গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তি করোনা আক্রান্ত হওয়ায় স্বাভাবিকভাবেই বাড়ল উদ্বেগ।
করোনার ভয়াবহতার কারণে তৃণমূলের তরফে বারবার দফা কমানোর আবেদন জানানো হচ্ছে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ও ইতিমধ্যেই কমিশনের কাছে আরজি জানিয়েছেন, শেষ দু’দফার ভোট যাতে একসঙ্গে করানো হয়। যদিও আগেই কমিশন জানিয়েছিল পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ীই ভোট হবে।
দেশজুড়ে নতুন করে চোখ রাঙাচ্ছে মারণ ভাইরাসটি। প্রতিদিন কাড়ছে হাজারো মানুষের প্রাণ। হাসপাতালে বেডের অভাব থেকে অক্সিজেন সিলিন্ডারে টান, সব মিলিয়ে পরিস্থিতি ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে। এমন অবস্থায় টিকাকরণের গতি বাড়াতে বদ্ধপরিকর কেন্দ্র। একইসঙ্গে জানানো হয়েছে, আগামী ১ মে থেকে ১৮ বছরের ঊর্ধ্বে সকলকেই টিকা দেওয়া হবে। এদিন আবার কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং নির্দেশ দিলেন, সাধারণের জন্যও খুলে দিতে হবে সেনা হাসপাতাল। দেশের মোট ৬৭টি সেনা হাসপাতাল খোলার নির্দেশ দেওয়া হয়েছে।
Defence Minister Rajnath Singh spoke to Army Chief General MM Naravane, Defence Secretary and DRDO chief and asked them to offer available facilities and expertise to civilians during the #COVID19 crisis.
(File photo) pic.twitter.com/YBGqb3ZOcC
— ANI (@ANI) April 20, 2021
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.