সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে ফের ভারী গুলিবর্ষণ শুরু করল পাক রেঞ্জার্স৷ রবিবার সকাল থেকেই নিয়ন্ত্রণরেখা সংলগ্ন অন্তত চারটি সেক্টরে বিনা প্ররোচনায় গুলি ও মর্টার ছুড়ছে পাক সেনা৷ পাক গোলাগুলিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত পুঞ্চ জেলার কৃষ্ণ ঘাঁটি৷ পাক হামলায় শহিদ হয়েছেন এক ভারতীয় জওয়ান৷
শুধু ভারতীয় সেনাবাহিনী নয়, আম নাগরিককে লক্ষ্য করেও গুলিবর্ষণ করছে পাক রেঞ্জার্স৷ ভারতীয় সেনাবাহিনী সূত্রে খবর, পাক গোলাগুলির পাল্টা জবাব দিচ্ছেন কেন্দ্রীয় নিরাপত্তারক্ষী বাহিনী৷ গুলির লড়াই এদিন বেলা পর্যন্ত জারি রয়েছে বলে খবর পাওয়া গিয়েছে৷
Army #soldier killed in cross-border firing along the LoC in Poonch: Police.
— Press Trust of India (@PTI_News) November 6, 2016
৪৮ ঘন্টা পর ফের অশান্ত হয়ে উঠেছে আন্তর্জাতিক সীমান্ত ও নিয়ন্ত্রণরেখা সংলগ্ন অঞ্চল৷ গত ২৮ সেপ্টেম্বর ভারতীয় সেনার সার্জিক্যাল স্ট্রাইকের পর থেকেই প্রায় প্রতিদিনই পাক রেঞ্জার্সরা ভারতীয় সেনার চৌকি লক্ষ্য করে গুলি চালাচ্ছে৷ গত দু’দিন সীমান্তে অস্বস্তিজনক নিস্তব্ধতা বিরাজ করছিল৷ কিন্তু রবিবার সকাল থেকে ফের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গোলাগুলি বর্ষণ শুরু করেছে পাক সেনা৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.