সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গ্যাসভর্তি ট্যাঙ্কারে এসে গাড়ির ধাক্কা লাগল। সেখান থেকে শুরু হল গ্যাস লিক। কিছুক্ষণের মধ্যেই বিরাট বিস্ফোরণ। দাউদাউ করে জ্বলে উঠল বিরাট এলাকা। এমনই হাড়হিম করা দৃশ্য ধরা পড়ল জয়পুর পেট্রল পাম্পের সিসিটিভিতে। শুক্রবার সকালে এই ভয়াবহ অগ্নিকাণ্ডে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ৯ জনের। হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪০ জন।
শুক্রবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে জয়পুর-আজমেঢ় হাইওয়েতে অবস্থিত একটি পেট্রল পাম্পে। জানা গিয়েছে, পেট্রল পাম্পের সামনে দাঁড় করানো ছিল একটি সিএনজি ট্যাঙ্কার। সেই সময়ে আচমকাই বেশ কয়েকটি গাড়িতে ধাক্কা মারে একটি পণ্যবাহী ট্রাক। গাড়ি-সহ ট্যাঙ্কারে ধাক্কা লাগার পরেই গ্যাস বেরতে শুরু করে। গ্যাস ছড়িয়ে পড়তেই পেট্রল পাম্পে বিরাট বিস্ফোরণ। দাউদাউ করে আগুন ধরে যায়। গোটা পেট্রল পাম্পে ছড়িয়ে যায় আগুন। গোটা ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে।
প্রায় এক কিলোমিটার দূর থেকে দেখা যায় আগুনের শিখা। অন্তত ৩০টি গাড়ি পুড়ে গিয়েছে এই অগ্নিকাণ্ডে। ঘটনাস্থলে পৌঁছয় বিরাট দমকলবাহিনী। গ্রিন করিডর করে আহতদের হাসপাতালে পৌঁছে দেয় অ্যাম্বুল্যান্স। আহতদের নিয়ে যাওয়া হয় জয়পুরের সোয়াই মান সিং হাসপাতালে। গুরুতর আহত অবস্থায় অন্তত ৪০ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।
भांकरोटा में हुआ हादसा कितना भयावह था, इस सीसीटीवी फुटेज से अंदाजा लगाया जा सकता है। कुछ ही सैकेंड में आग का गोला दूर तक फैल गया। #jaipuraccident pic.twitter.com/0HhAgcaTt4
— Versha Singh (@Vershasingh26) December 20, 2024
ভয়াবহ অগ্নিকাণ্ডে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। ইতিমধ্যেই ৯ জনের মৃত্যু হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, অন্তত ২০ জনকে আশঙ্কাজনক অবস্থায় আনা হয়েছে। হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা এবং স্বাস্থ্যমন্ত্রী গজেন্দ্র সিং খিমসার। বিরাট এই অগ্নিকাণ্ডে মৃত এবং আহতদের পরিচয় এখনও জানা যায়নি। আগুন ছড়িয়ে পড়ার ফলে হাইওয়ের আশেপাশে কী ক্ষয়ক্ষতি হয়েছে, সেটাও খতিয়ে দেখছে স্থানীয় প্রশাসন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.