সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার নতুন ভাবে সেজে উঠতে চলেছে ভারতীয় রেলের এসি থ্রি টিয়ার কামরাগুলি৷ নভেম্বরের মাঝামাঝি সময় থেকে এই নতুন কামরাগুলিকে যাত্রী পরিষেবায় ব্যবহার করা হবে বলে জানা গিয়েছে৷ নয়া সাজে সজ্জিত এই থ্রি টিয়ার কামরায় থাকবে সিসিটিভি ক্যামেরা, চা এবং কফি মেশিন ও জিপিএস পরিষেবা। পাশাপাশি কামরাগুলির দরজার কাছে থাকবে জিপিএসভিত্তিক যাত্রী ইনফরমেশন সিস্টেম, ধোঁয়া ও আগুন নির্ধারক যন্ত্র এবং স্বয়ংক্রিয় রুম ফ্রেশনার৷
ভারতীয় রেলের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, এখন থেকে এয়ারলাইনের মতো দেখতে লাইট বারের ওপর নম্বর লেখা থাকবে। সেখান থেকেই জানা যাবে কোনটা আপার, লোয়ার আর মিডল বার্থ, আগে যেটা সিটের পাশে লেখা থাকত।
শৌচালয়ের দেওয়ালগুলিতে জেল-এর প্রলেপ লাগানো থাকবে। পর্দা লাগানো থাকবে সাইড বার্থ ও মাঝের বার্থগুলোয়। আগে এই ব্যবস্থা কেবল এসি ফার্স্ট ক্লাস এবং টু টিয়ার কামরাগুলিতেই মিলত৷ কিন্তু নতুন থ্রি টিয়ার কামরার জন্যও এই ব্যবস্থা করা হল৷
আপাতত এই এসি থ্রি-টিয়ার কামরাগুলিতে দেখতে পাওয়া যাবে দিল্লি-গোরক্ষপুরের মধ্যে চলা হামসফর পরিষেবার অন্তর্গত ট্রেনগুলিতে। তারপর ধীরে ধীরে অন্য ট্রেনের এসি থ্রি-টায়ার কামরাতেও আসবে পরিবর্তন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.