সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রকাশিত হল চলতি বছরের CBSE-র দ্বাদশ শ্রেণির ফলাফল। এবারের পরীক্ষায় পাশের হার ৯২.৭১ শতাংশ। results.cbse.nic.in ও cbse.gov.in. এই দুই ওয়েবসাইটে পড়ুয়ারা নিজেদের ফল দেখে নিতে পারবেন। পাশাপাশি DigiLocker ওয়েবসাইটেও লগ ইন করে সেখান থেকেও পরীক্ষার ফলাফল জানা যাবে।
এবারের সিবিএসই টার্ম ১ ও টার্ম ২ পরীক্ষা মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৬ লক্ষ। টার্ম ২-র পরীক্ষা হয়েছিল অফলাইনে। গত ২৬ এপ্রিল থেকে ১৫ জুন পর্যন্ত সময়কালে এই পরীক্ষা নেওয়া হয়েছিল। জানা যাচ্ছে, শুক্রবার দুপুর ২টো নাগাদ সিবিএসই-র দশম শ্রেণির ফলাফলও প্রকাশিত হতে পারে।
Congratulations to our successful students and rank-holders of CBSE examination! Kudos to the guardians, teachers, schools. Those who have fared below expectations must resolve to fight better in future.
— Mamata Banerjee (@MamataOfficial) July 22, 2022
সমস্ত সফল পরীক্ষার্থীকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।আসুন জেনে নেওয়া যাক ডিজিলকারে কীভাবে সহজেই দেখা যাবে পরীক্ষার ফলাফল।
জেনে নিন কীভাবে সরকারি ওয়েবসাইট cbse.gov.in–এ গিয়ে ফলাফল দেখবেন।
এদিকে শুক্রবারই সিবিএসই দশম শ্রেণির ফলাফলও প্রকাশিত হবে বলে জানা যাচ্ছে। পরীক্ষার্থীদের নিজেদের রোল নম্বর ও অন্যান্য তথ্য হাতের কাছে মজুত রেখে ওয়েবসাইটগুলিতে চোখ রাখতে বলা হচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.