সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিবিএসই-র প্রশ্নপত্র ফাঁস হওয়া নিয়ে উত্তাল রাজধানী দিল্লি। কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই বিষয়ে এখনও চুপ, প্রশ্ন তুলে দিয়েছে কংগ্রেস। শুক্রবার কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভড়েকরের বাড়ির সামনে বিক্ষোভ দেখাচ্ছেন পড়ুয়া ও অভিভাবকদের একাংশ। তাঁদের সঙ্গে রয়েছে কংগ্রেসও। যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি রুখতে কুশক রোডে কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ির সামনে জারি হয়েছে ১৪৪ ধারা। সিবিএসই-র দপ্তরেই বাইরে চলছে হাঙ্গামা।
Delhi: Section 144 imposed near Prakash Javadekar’s residence on Kushak Road #CBSEPaperLeak pic.twitter.com/4m0HynasjT
— ANI (@ANI) March 30, 2018
প্রশ্ন ফাঁসের অভিযোগের তদন্তে বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করা হয়েছে। তদন্তকারীরা প্রায় এক ডজন সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। তাদের মধ্যে রয়েছে একগুচ্ছ কোচিং সেন্টারের কর্তা ও প্রাইভেট শিক্ষক। সবমিলিয়ে ১৮ জন ছাত্রকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী টুইটারে লিখেছেন, ‘পরীক্ষার্থীদের মানসিক চাপ কমাতে মোদিজি বই লিখছেন। বইয়ের পরবর্তী অংশে প্রশ্ন ফাঁস হলে কীভাবে মানসিক চাপ কমাতে হবে, তার দাওয়াইও থাকবে।’ আন্দোলনকারীদের দাবি, সিবিএসই-র ত্রুটির জন্য তাঁরা কেন ভুগবেন? কেন তাঁদের ফের পরীক্ষায় বসতে হবে? রাজ ঠাকরে আরও একধাপ এগিয়ে কোনও পড়ুয়া ও অভিভাবকদের কাছে আরজি জানিয়েছেন, ফের পরীক্ষায় যেন না বসেন কেউ।
It’s the failure of Govt, without accepting it, why do they want students to re-appear for exam? I request to the parents throughout the country, don’t let your child sit for re-examination in any condition: Raj Thackeray #CBSEPaperLeak pic.twitter.com/2FGlVxXfDF
— ANI (@ANI) March 30, 2018
এদিকে সিবিএসই-র চেয়ারম্যানকে কে হাতে লেখা প্রশ্নপত্রের ছবি ইমেল করে পাঠাল, তার তদন্তে নেমে সার্চ ইঞ্জিন গুগলকে চিঠি পাঠালেন ক্রাইম ব্রাঞ্চের অফিসাররা। ৩০ জনেরও বেশি সন্দেহভাজনের মোবাইল, ল্যাপটপ ঘেঁটে প্রশ্নফাঁসের শিকড়ে পৌঁছতে চাইছেন তদন্তকারীরা। আটক করা হয়েছে ১৮টি মোবাইল ফোন। সিবিএসই-র ‘কন্ট্রোলার অফ এগজ্যাম’কেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কংগ্রেস দাবি জানিয়েছে, এখনই পদত্যাগ করুন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভড়েকর ও সিবিএসই-র চেয়ারপারসন অনিতা কারওয়াল। কেন্দ্রীয় মন্ত্রী অবশ্য প্রশ্ন ফাঁস হওয়াকে ‘দুর্ভাগ্যজনক’ বলে এড়িয়ে গিয়েছেন। কালপ্রিটদের যোগ্য সাজা হবে বলে আশ্বাস দিলেও শুনতে নারাজ বিক্ষোভরত ছাত্রছাত্রীরা। যন্তরমন্তরেও কয়েকশো ছাত্রছাত্রী ফের পরীক্ষায় বসার বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন। তদন্তে জানা গিয়েছে, উত্তর-পূর্ব দিল্লি ও দিল্লির বাইরে অন্তত ২৪ জন পরীক্ষার্থীর কাছে দ্বাদশ শ্রেণির অর্থনীতির প্রশ্ন পৌঁছে গিয়েছিল। ক্রাইম ব্রাঞ্চের সদস্যরা এরকম ১০টি হোয়াটসঅ্যাপ গ্রুপকে চিহ্নিত করতে পেরেছেন। প্রতিটি গ্রুপেই ৫০-৬০ জন করে সদস্য রয়েছেন। তাদেরও জিজ্ঞাসাবাদ করতে পারেন তদন্তকারীরা।
#CBSEPaperLeak: Delhi Police Crime Branch identifies over 10 WhatsApp groups, each having 50-60 members. Investigation & questioning underway
— ANI (@ANI) March 30, 2018
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.