সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা সিবিএসই স্নাতকস্তরে সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষার ফল প্রকাশ হল সোমবার। পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে https://cbseneet.nic.in ও cbseresults.nic.in , দুটি ওয়েবসাইটে জানা যাবে ফলাফল৷ প্রথমে ফলপ্রকাশের দিন হিসাবে ৬ জুন ঘোষণা করা হলেও, দু’দিন আগেই করা হল ফলপ্রকাশ৷ টুইট করে এই খবর প্রকাশ করেন বোর্ডের সচিব অনিল স্বরূপ৷
Central Board of Secondary Education (CBSE) declares the National Eligibility cum Entrance Test (NEET) results 2018 pic.twitter.com/If3J1sC6wm
— ANI (@ANI) June 4, 2018
[পুরাতাত্ত্বিক গবেষণায় নয়া সাফল্য, মাটি খুঁড়ে উদ্ধার প্রাচীন ব্রোঞ্জের রথ]
মেধা তালিকায় দেশের মধ্যে সম্ভাব্য প্রথম হয়েছেন কল্পনা কুমারী। ৭২০-র মধ্যে কল্পনার প্রাপ্য নম্বর ৬৯১ (৯৯.৯৯ শতাংশ)। রাজ্যের মধ্যে সম্ভব্য প্রথম আদিত্য সারাওগির। মেধা তালিকায় ৩৯-তে রয়েছেন তিনি। রাজ্যে সম্ভাব্য দ্বিতীয় শৌনক মজুমদার৷ মেধাতালিকায় ২৬৭ তম স্থানে নাম রয়েছে তাঁর৷ রাজ্যে সম্ভাব্য তৃতীয় অর্চিষ্মান মজুমদার। সর্বভারতীয় মেধা তালিকায় ২৭৯ তম স্থানে নাম রয়েছে তাঁর৷
[বড়সড় সাফল্য পুলিশের, মাও ক্যাম্প থেকে উদ্ধার বিপুল পরিমাণ আইইডি বিস্ফোরক]
গত মাসের ৬ তারিখ সিবিএসই-র তত্ত্বাবধানে হয়েছিল এমবিবিএস ও বিডিএসের সর্বভারতীয় স্তরের এই প্রবেশিকা পরীক্ষা৷ মোট ২২৫৫টি পরীক্ষাকেন্দ্রে ১৩ লক্ষ ২৬ হাজার ৭২৫ জন পরীক্ষার্থী এই বছর পরীক্ষায় বসেন। দেশের সব ক’টি মেডিক্যাল ও ডেন্টাল কলেজে ভর্তির ক্ষেত্রে এই সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষায় সফল হওয়া বাধ্যতামূলক। এই পরীক্ষায় সফল ছাত্র-ছাত্রীরা যে কোর্সগুলিতে সুযোগ পান তা হল এমবিবিএস ও বিডিএস৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.