ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফল প্রকাশ হবে দ্য সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা সিবিএসই বোর্ডের দশম শ্রেণির পরীক্ষার৷ শনিবার দুপুর দু’টো নাগাদ প্রকাশিত হবে এই ফল৷ ফল জানা যাবে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট ছাড়াও আরও দু’টি ওয়েবসাইটে৷ এছাড়া আইভিআরএস পদ্ধতির মাধ্যমে ফোন করেও জানা যাবে পরীক্ষার ফল৷
জেনে নিন কীভাবে জানা যাবে ফল—
ফল জানতে হলে ক্লিক করুন, www.cbse.nic.in, www.cbseresults.nic.in আর www.results.Nic.In ওয়েরসাইটগুলিতে৷ ফোনে ফল জানতে হলে ডায়াল করুন 011– 24300699 নম্বর অথবা 011-28127030 নম্বরে৷ চলতি বছর ১৩ লক্ষ ৭৩ হাজার ৮৫৩ জন পরীক্ষার্থী৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.