Advertisement
Advertisement

প্রকাশিত সিবিএসই-র দশম শ্রেণির ফল, কমল পাশের হার

ফল জানতে ক্লিক করুন এখানে...

CBSE Class-10 results declared, pass percentage takes a dip
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 3, 2017 8:18 am
  • Updated:June 3, 2017 8:18 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাম্প্রতিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ধারা বজায় রাখতে পারল না সিবিএসই বোর্ডের দশম শ্রেণির ফলাফল৷ প্রায় পাঁচ শতাংশ কমে গেল এবারের পাশের হার৷ গত বছর পাশের হার যেখানে ছিল ৯৬.২১ শতাংশ, এবারে তা কমে দাঁড়িয়েছে ৯০.৯৫ শতাংশ৷ এখনও পর্যন্ত ফলাফল জানা গিয়েছে রাজধানী দিল্লি-সহ চেন্নাই, এলাহাবাদ, ত্রিবান্দ্রাম, দেরাদুনের মতো এলাকার৷ পাশের হার সবচেয়ে বেশি ত্রিবান্দ্রাম এলাকায়৷ ৯৯.৮৫ শতাংশ পড়ুয়া পাশ করেছে এই রাজ্যে৷  দ্বিতীয় স্থানে রয়েছে চেন্নাই৷ দাক্ষিণাত্যের এই রাজ্যে পাশের হার ৯৯.৬২ শতাংশ৷ ৯৮.২৩ শতাংশ পড়ুয়া পাশ করেছে এলাহাবাদে৷

[ভ্যাপসা গরমে জেরবার বঙ্গ, কবে ঝমঝমিয়ে নামবে বৃষ্টি?]

Advertisement

ফলাফল জানতে হলে ক্লিক করুন –

cbse.nic.in 

cbseresults.nic.in

এরপর

CBSE 10 Board Results 2017 (All Regions) ট্যাবটিতে ক্লিক করুন৷

নিজের রোল নম্বর এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিন৷

এরপর সেভ অপশনে ক্লিক করে রেজাল্ট ডাউনলোড করে নিন৷

এছাড়াও ফল জানা যাবে এসএমএসের মাধ্যমে –

৫২০০১ (এমটিএনএল),  ৫৭৭৬৬ (বিএসএনএল), ৫৮০০০০২ (এয়ারসেল), ৫৫৪৫৬০৬৮ (আইডিয়া), ৫৪৩২১, ৫১২৩৪ আর ৫৩৩৩৩০০ (টাটা টেলিসার্ভিসেস), ৫৪৩২১২০২ (এয়ারটেল), এবং ৯২১২৩৫৭১২৩ (জাতীয় তথ্য কেন্দ্র) নম্বরগুলিতে পাঠাবেন এসএমএস৷

সঙ্গে অবশ্যই লিখে দেবেন নিজের দশ সংখ্যার রোল নম্বরটি৷

এছাড়াও সিবিএসই-র নিয়ম অনুযায়ী, পরীক্ষার্থীরা কম্পিউটারাইজড ডিজি-লকার থেকে ডিজিটাল মার্কশিট পাবেন৷ তাঁদের ডিজি-লকার ‘ইউজার নেম’ ও ‘পাসওয়ার্ড’ পরীক্ষার্থীর রেজিস্টার করা মোবাইল ফোনে এসএমএস করে দেওয়া হবে৷

[ধর্ষণ ও তিন তালাকের জন্য দায়ী পশ্চিমি সভ্যতাই, দাবি আরএসএস নেতার]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement