সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোভিড পরিস্থিতি কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরছে দেশ। খুলছে স্কুল-কলেজ। এমন পরিস্থিতিতে সিবিএসই-র (CBSE) দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল সংশ্লিষ্ট বোর্ড। পরে সেই রুটিন টুইট করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল।
মঙ্গলবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী টুইট করে পরীক্ষাসূচি প্রকাশ করেন। জানানো হয়েছে, ৪ মে থেকে CBSE বোর্ডের দশম (Class 10) ও দ্বাদশ শ্রেণির (Class 12) পরীক্ষা শুরু হবে। দশম শ্রেণির পরীক্ষা শেষ হবে ৭ জুন। তবে দ্বাদশ শ্রেণির পরীক্ষা চলবে ১১ জুন পর্যন্ত। প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু হবে আগামী ১ মার্চ থেকে। রেজাল্ট প্রকাশিত হবে ১৫ জুলাই।
কবে কোন পরীক্ষা, দেখে নিন এক ঝলকে।
Education Minister Ramesh Pokhriyal announces date-sheet of CBSE board exams for class XII. Exams to begin on 4th May 2021. pic.twitter.com/TY46uTAKos
— ANI (@ANI) February 2, 2021
Education Minister Ramesh Pokhriyal announces date-sheet of CBSE board exams for class X. Exams to begin on 4th May 2021. pic.twitter.com/qBbT7gAx2Z
— ANI (@ANI) February 2, 2021
প্রাথমিকভাবে মনে করা হয়েছিল এবার অনলাইনে পরীক্ষা নেওয়া হবে। কিন্তু সে পথে হাঁটেনি বোর্ড। জানানো হয়েছে, ক্লাস অনলাইনে হলেও পরীক্ষা নেওয়া হবে অফলাইনেই। লিখিতভাবেই হবে পরীক্ষা। পরীক্ষার্থীদের মানতে হবে সমস্ত কোভিডবিধি।
উল্লেখ্য, গত বছরের মার্চ মাস থেকে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে তালা ঝুলেছে। কোভিডের প্রকোপ কিছুটা কমতে গত বছরের শেষের দিকে কয়েকটি রাজ্যে স্কুল খোলা হয়। তবে বেশিরভাগ ক্ষেত্রেই অনলাইনে চলছিল পড়াশোনা। ফলে প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে গিয়ে পড়ুয়ারা বেজায় বিপাকে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছিল। সে কথা মাথায় রেখে বিভিন্ন রাজ্যে দশম ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ক্লাস চালু করা হচ্ছে। এবার তাদের পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল বোর্ড। তবে পড়ুয়াদের চাপ কমাতে আগেই প্রতিটি বিষয়ের সিলেবাস ৩০ শতাংশ কমানো হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.