Advertisement
Advertisement

Breaking News

CBSE

আগামী বছর কবে পরীক্ষা? দশম ও দ্বাদশ শ্রেণির দিনক্ষণ জানাল CBSE বোর্ড

জেনে নিন বিস্তারিত সূচি।

CBSE board announces exam dates of class 10 and 12 for 2024। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:December 12, 2023 7:54 pm
  • Updated:December 12, 2023 8:42 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী বছর দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার দিনক্ষণ জানাল সিবিএসই বোর্ড (CBSE Board)। জানা গিয়েছে, ২০২৪ সালে সিবিএসই বোর্ডের দশম শ্রেণির পরীক্ষা শুরু হবে ফেব্রুয়ারির ১৫ তারিখ, শেষ ১৩ মার্চ। আর দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু হবে একই দিনে অর্থাৎ ফেব্রুয়ারির ১৫ তারিখ, শেষ হবে এপ্রিলের ২ তারিখ।

জেনে নিন কোন দিন কী পরীক্ষা

Advertisement

দশম শ্রেণির মেন পরীক্ষা

১৯ ফেব্রুয়ারি: সংস্কৃত, বাংলা, তামিল, তেলুগু, গুজরাটি, মারাঠি, উর্দু কোর্স এ, উর্দু কোর্স বি, মণিপুরী, ফরাসি

২১ ফেব্রুয়ারি: হিন্দি কোর্স এ, হিন্দি কোর্স বি

২৬ ফেব্রুয়ারি: ইংরেজি কমিউনিকেটিভ, ইংরেজি ভাষা ও সাহিত্য

২ মার্চ: বিজ্ঞান

৭ মার্চ: সমাজবিজ্ঞান

১১ মার্চ: স্ট্যান্ডার্ড অঙ্ক ও বেসিক অঙ্ক

১৩ মার্চ: কম্পিউটার অ্যাপ্লিকেশনস, ইনফরমেশন টেকনোলজি, এআই

[আরও পড়ুন: বসুন্ধরা বা বালকনাথ নয়, মরুরাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘ব্রাহ্মণ’ ভজনলাল]

দ্বাদশ শ্রেণির মেন পরীক্ষা

১৯ ফেব্রুয়ারি: হিন্দি ইলেকটিভ, হিন্দি কোর

২২ ফেব্রুয়ারি: ইংরেজি ইলেকটিভ, ইংরেজি ইলেকটিভ সিবিএসই, ইংরেজি কোর

২৬ ফেব্রুয়ারি: কৃত্রিম বুদ্ধিমত্তা

২৭ ফেব্রুয়ারি: রসায়ন

২১ ফেব্রুয়ারি: ভূগোল

৪ মার্চ: পদার্থবিদ্যা

৯ মার্চ: অঙ্ক, ফলিত অঙ্ক

১২ মার্চ: শারীরশিক্ষা

১৪ মার্চ: পাঞ্জাবি, বাংলা, তামিল, তেলুগু, মারাঠি, সিন্ধি, গুজরাটি ও অন্য স্থানীয় ভাষা

১৫ মার্চ: মনোবিজ্ঞান

১৮ মার্চ: অর্থনীতি

১৯ মার্চ: জীববিদ্যা

২২ মার্চ: রাষ্ট্রবিজ্ঞান

২৩ মার্চ: অ্যাকাউন্টেন্সি

২৬ মার্চ: উর্দু ইলেকটিভ, সংস্কৃত ইলেকটিভ, উর্দু কোর

২৭ মার্চ: বিজনেস স্টাডিস

২৮ মার্চ: ইতিহাস

৩০ মার্চ: সংস্কৃত কোর

২ এপ্রিল: কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, ইনফরমেশন প্র্যাকটিসেস

[আরও পড়ুন: ‘বাংলো ছাড়ুন মহুয়া’, কেন্দ্রকে চিঠি সংসদের আবাসন কমিটির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement