Advertisement
Advertisement
স্যানিটাইজার

হ্যান্ড স্যানিটাইজারেই লুকিয়ে ভয়ংকর বিপদ, আশঙ্কার কথা শোনাল CBI

বিষাক্ত নকল স্যানিটাইজার বিকোচ্ছে বাজারে।

CBI warns against fake hand sanitisers flooding the market
Published by: Monishankar Choudhury
  • Posted:June 15, 2020 9:22 pm
  • Updated:June 15, 2020 9:22 pm

সংবাদ প্রতিদন ডিজিটাল ডেস্ক: করোনার বিরুদ্ধে অন্যতম অস্ত্র হ্যান্ড স্যানিটাইজার। সংক্রমণ রুখতে তরলটির জুড়ি মেলা ভার। কিন্তু এবার সেই স্যানিটাইজার নিয়েই আশঙ্কার কথা শোনাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)। গোয়েন্দারা সতর্ক করেছেন, মারাত্মক রাসায়নিক দিয়ে তৈরি নকল স্যানিটাইজারে ছেয়ে গিয়েছে বাজার। এর ব্যবহারে হতে পারে ভয়ংকর বিপদ।

[আরও পড়ুন: আগামী সূর্যগ্রহণেই কি করোনার বিদায়? ভারতীয় বিজ্ঞানীর দাবিতে চাঞ্চল্য]

সিবিআই জানিয়েছে, বিষাক্ত মিথানল দিয়ে তৈরি নকল স্যানিটাইজার দিব্বি বিকোচ্ছে বাজারে। অতিরিক্ত মুনাফার লোভে কয়েকটি অসাধু সংস্থা সেগুলি তৈরি করছে। এই বিষয়ে সিবিআইকে বেশ কিছু তথ্য দিয়েছে ইন্টারপোলও। আন্তর্জাতিক পুলিশ জানিয়েছে, বেশ কয়েকটি দেশে নকল স্যানিটাইজার বাজারে চলে এসেছে। সেগুলি তৈরি করতে বিষাক্ত রাসায়নিক পদার্থ ব্যবহার করা হচ্ছে জা স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত বিপজ্জনক। ভারতেও এহেন কার্যকলাপ চলছে।

Advertisement

সিবিআই আরও জানিয়েছে, এবার PPE বা স্যানিটাইজার বিক্রির নামে অনলাইনে ফাঁদ পেতেছে কয়েকটি অসাধু চক্র। গ্রাহকদের থেকে অনলাইনে টাকা নিয়ে সামগ্রী দিচ্ছে না তারা। তাদের দেওয়া ফোন নম্বরে ফোন করলেও কোনও জবাব মিলছে না। এই গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। উল্লেখ্য, দেশে উদ্বেগজনক হারে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।

এদিকে, সোমবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ১১ হাজার ৫০২ জন নতুন করে COVID-19 আক্রান্ত হয়েছেন। ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ লক্ষ ৩২ হাজার ৪২৪ জন। এদের মধ্যে সক্রিয় রোগীর সংখ্যা ১ লক্ষ ৫৩ হাজার ১০৬ জন। এখনও পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লক্ষ ৭৯ হাজার ৭৯৮ জন। 

[আরও পড়ুন: মানবিক, প্রতিবেশী ৬ রাজ্যকে করোনা পরীক্ষায় সাহায্য করার প্রস্তাব রাজস্থানের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement