Advertisement
Advertisement

সিবিআইয়ের সামনে রাজীব কুমারকে হাজিরার নির্দেশ সুপ্রিম কোর্টের

পুলিশ কমিশনারকে আপাতত গ্রেপ্তার করা যাবে না।

CBI Vs Kolkata Police: SC asks CP to cooperate
Published by: Sulaya Singha
  • Posted:February 5, 2019 11:03 am
  • Updated:February 5, 2019 4:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বাধীন ৩ বিচারপতির বেঞ্চে ওঠে দেশের ইতিহাসের অন্যতম নজিরবিহীন মামলা। রাজ্য পুলিশের তরফে আইনজীবী তথা রাজ্যসভার সাংসদ অভিষেক মনু সিংভি আজ ফের সওয়াল করেন। এদিন প্রধান বিচারপতি জানতে চান, রাজীব কুমার বর্তমানে কোন পদে রয়েছেন? তারপরই পুলিশ কমিশনারকে শিলংয়ে সিবিআইয়ের সামনে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হল। সিবিআইয়ের তদন্তে সবরকম সাহায্য করতে হবে রাজীব কুমারকে। তবে পুলিশ কমিশনারকে আপাতত গ্রেপ্তার করা যাবে না বলেও সাফ নির্দেশ দেয় আদালত। আগামী ২০ ফেব্রুয়ারি শীর্ষ আদালতে হাজির হওয়ার নির্দেশও দেওয়া হল কলকাতা পুলিশ কমিশনারকে। ওইদিনই ফের এই মামলার শুনানি। এদিকে, রাজীব কুমার, রাজ্য পুলিশের ডিজি এবং মুখ্যসচিবের বিরুদ্ধে আদালত অবমাননার মামলাও চলছে  সুপ্রিম কোর্টে। ২০ ফেব্রুয়ারির আগে এই সংক্রান্ত নোটিসের জবাব দিতে হবে তাঁদের। আদালত অবমাননার মামলায় শুনানি আজ হয়নি।  

[মমতাকে ‘তাড়কা রাক্ষসী’র সঙ্গে তুলনা, বিতর্কে হরিয়ানার বিজেপি নেতা]

সোমবার সকালে সর্বোচ্চ আদালতের কাজ চালু হতেই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলা করেন সিবিআইয়ের আইনজীবী তথা সলিসিটর জেনারেল তুষার মেহতা। মামলার মুখ্য বিষয় ছিল, কলকাতা পুলিশ কমিশনারের বাড়িতে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে যাওয়া সিবিআই আধিকারিকদের হেনস্তা। কমিশনার রাজীব কুমারের অবিলম্বে ‘আত্মসমর্পণ’ করা উচিত বলে দাবি করেছিলেন তিনি। শীর্ষ আদালতে তুষার মেহতা অভিযোগ করে বলেন, “চিটফান্ড কাণ্ডে জেরা করতে চাওয়ায় রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে ধরনায় বসেছেন উর্দিধারী পুলিশ আধিকারিক।” তিনি আরও জানান, কলকাতায় সিবিআইয়ের যুগ্ম অধিকর্তা পঙ্কজ শ্রীবাস্তব ও তাঁর পরিবারকে পুলিশ বন্দি করে ফেলেছিল। অন্যদিকে, রাজ্যের পক্ষে আইনজীবী অভিষেক মনু সিংভি আদালতকে বলেন, “কলকাতার পুলিশ কমিশনার মোটেও অভিযুক্ত নন, তিনি সাক্ষী।” তবে সোমবার রাজ্যের তরফে আইনজীবীর সওয়াল সবিস্তারে আদালত শুনতে চায়নি। তাঁকে নির্দেশ দেওয়া হয়েছিল, মঙ্গলবার শুনানির সময় সওয়াল-জবাবের জন্য তৈরি থাকতে। 

Advertisement

[শহিদ স্বামীর হয়ে মমতার হাত থেকে পুরস্কার নিলেন বিউটি মালিক]

বসে ছিল না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাও। সারদা কেলেঙ্কারি নিয়ে সোমবার শীর্ষ আদালতে সিবিআইয়ের তরফে আইনজীবী আশঙ্কা প্রকাশ করে বলেন, “পুলিশ কমিশনার রাজীব কুমার বহু গুরুত্বপূর্ণ নথি, প্রমাণ নষ্ট করেছেন। অন্যথায় সিবিআইয়ের হাতে সেসব নথি তুলে দেওয়া উচিত।” এই বক্তব্য শুনেই প্রধান বিচারপতি রঞ্জন গগৈ সিবিআইকে তাঁদের অভিযোগ প্রমাণের নির্দেশ দেন। এই নির্দেশ পেয়েই সংস্থার যুগ্ম অধিকর্তা পঙ্কজ শ্রীবাস্তব যাবতীয় তথ্য,প্রমাণ-সহ সোমবারই দিল্লি পৌঁছে যান। এদিন বিস্তারিত বক্তব্য প্রমাণ-সহ হলফনামা আকারে শীর্ষ আদালতে জমা দেয় সিবিআই। তবে দু-একটি  প্রমাণ অসম্পূর্ণ ছিল বলে শীর্ষ আদালত সূত্রে খবর।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement