Advertisement
Advertisement

Breaking News

Newsclick

বিদেশি মদতে ভুয়ো খবর ছড়ানোর অভিযোগ, নিউজক্লিক কাণ্ডে তদন্তভার সিবিআইয়ের!

এই মামলায় আগেই গ্রেপ্তার হয়েছেন নিউজক্লিকের সম্পাদক প্রবীর পুরকায়স্থ।

CBI to probe charges of NewsClick violating foreign funds norms, claims sources। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:October 11, 2023 10:29 am
  • Updated:October 11, 2023 10:31 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নানা বিদেশি সংস্থার থেকে কোটি কোটি টাকা নিয়ে ভুয়ো খবর ছড়ানোর অভিযোগে বিদ্ধ নিউজক্লিক। ইতিমধ্যেই নিউজক্লিকের প্রতিষ্ঠাতা ও সম্পাদক প্রবীর পুরকায়স্থকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশের সন্ত্রাসদমন শাখা। গ্রেপ্তার হয়েছেন সাংবাদিক অমিত চক্রবর্তীও। এই মামলার তদন্তভার এবার পেল সিবিআই। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্রের তেমনই দাবি।

কয়েকদিন আগে নিউজক্লিকের (NewsClick) দপ্তর ও প্রায় ৩০ জন সাংবাদিকের বাড়িতে তল্লাশি চালায় ইডি। এরপর রাতে গ্রেপ্তার করা হয় প্রবীর ও অমিতকে। এরপরই নিউজক্লিকের তরফে পেশ করা এক বিবৃতিতে দাবি করা হয়, ‘কারও কথায় খবর করি না। কারও হয়ে খবর করি না। চিন বা নেভিল সিঙ্ঘমের কথাতেও না।’

Advertisement

[আরও পড়ুন: হামাসকে হটিয়ে ইজরায়েলের দখলে গাজা! মৃতের সংখ্যা ৩ হাজার পার]

এদিকে দিল্লি পুলিশ তাদের এফআইআরে দাবি করেছে নানা বিদেশি সংস্থার থেকে কোটি কোটি টাকা নিয়ে ভুয়ো খবর ছড়াত নিউজক্লিক। এই বিদেশি সংস্থাদের অন্যতম শাওমি ও ভিভোর মতো টেলিকম সংস্থা। সেই সঙ্গে আরও অভিযোগ, ওই নিউজ পোর্টালটির একটি বড় এজেন্ডাই ছিল অরুণাচল প্রদেশ (Arunachal Pradesh) ও কাশ্মীরকে (Kashmir) ভারতের অংশ হিসেবে না দেখানো! দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, প্রবীর পুরকায়স্থ ও মার্কিন ধনকুবের সিংহমের মধ্যে ইমেল চালাচালির প্রমাণ পেয়েছে তারা। এই পরিস্থিতিতে এবার এই মামলার তদন্তভার গেল কেন্দ্রীয় সংস্থা সিবিআইয়ের (CBI) হাতে। তেমনই গুঞ্জন।

[আরও পড়ুন: হামাসের মতো হামলা হবে ভারতে! ভিডিও বার্তায় হুমকি খলিস্তানি জঙ্গি পান্নুনের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement