Advertisement
Advertisement

রোজভ্যালি-সারদা যোগ, সুদীপ্ত সেনকে হেফাজতে চায় সিবিআই

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোজভ্যালি-সারদা যোগসূত্র খতিয়ে দেখতে ফের সারদা কর্তা সুদীপ্ত সেনকে নিজেদের হেফাজতে চায় সিবিআই৷ সারদা সংক্রান্ত নতুন একটি মামলায় তাঁকে আবারও সিবিআই গোয়েন্দাদের জেরার মুখে পড়তে হবে৷ ভুবনেশ্বরে নিয়ে গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানা যাচ্ছে৷আরও পড়ুন:হিংসা বরদাস্ত নয়, পরিস্থিতি সামলাতে মণিপুরে আরও ১০হাজার সেনা পাঠাচ্ছে কেন্দ্র‘কেজরির চেয়ে হাজার গুণ ভালো’, মুখ্যমন্ত্রী […]

CBI to grill Sudipta Sen over suspected link between Saradha and Rosevally ponzi scam
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 9, 2017 12:33 pm
  • Updated:January 9, 2017 12:42 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোজভ্যালি-সারদা যোগসূত্র খতিয়ে দেখতে ফের সারদা কর্তা সুদীপ্ত সেনকে নিজেদের হেফাজতে চায় সিবিআই৷ সারদা সংক্রান্ত নতুন একটি মামলায় তাঁকে আবারও সিবিআই গোয়েন্দাদের জেরার মুখে পড়তে হবে৷ ভুবনেশ্বরে নিয়ে গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানা যাচ্ছে৷

কেন এই সিদ্ধান্ত সিবিআইয়ের৷ সূত্রের খবর, রোজভ্যালি কাণ্ডে তদন্ত করার সময় একাধিক সূত্র মিলেছে৷ যা থেকে উঠে এসেছে সারদা কাণ্ডের প্রসঙ্গ৷ অর্থাৎ, রোজভ্যালি কাণ্ডে যাঁরা গ্রেপ্তার হয়েছেন তাঁদের সঙ্গে সারদারও যোগ ছিল বলে মনে করা হচ্ছে৷ দুটি চিটফাণ্ড কাণ্ডই ওতপ্রোত জড়িত ছিল বলেই অনুমান গোয়েন্দাদের৷ আর তাই রহস্যের জট খুলতে সারদা ও রোজভ্যালি কর্তাকে মুখোমুখি বসিয়ে জেরার ভাবনা রয়েছে কেন্দ্রীয় গোয়েন্দাদের৷

Advertisement

(রোজভ্যালি তদন্তে চাঞ্চল্যকর মোড়, ইডি-র নাম করে ভুয়ো চিঠি সিবিআইকে)

এদিকে, রোজভ্যালি কাণ্ডে গ্রেপ্তার তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আজই তোলা হবে ভুবনেশ্বর আদালতে৷ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তারির প্রতিবাদে সোমবারও রাজ্যের বিভিন্ন এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করল তৃণমূল৷ পাশপাশি নোট বাতিলের সিদ্ধান্তের বিরোধিতা করে রিজার্ভ ব্যাঙ্কের সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরা৷

15970165_1263277097067632_1495436310_n

রোজভ্যালি কর্তার ছেলেকে স্কুলে ভর্তির সুপারিশ করেন সুদীপ: সিবিআই

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement