Advertisement
Advertisement

নারদ কাণ্ডে ফের স্যামুয়েলকে তলব সিবিআইযের

এই নিয়ে দ্বিতীয়বার তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হল৷

CBI summons Narada CEO Samuel again
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 16, 2017 1:42 pm
  • Updated:May 16, 2017 1:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্কঃ নারদ কাণ্ডে ফের ম্যাথ্যু স্যামুয়েলকে তলব করল সিবিআই৷ আগামী ১৯ মে নারদ নিউজের সিইও-কে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা৷ যদিও ম্যাথু স্যামুয়েল জানিয়ে দিয়েছেন, সদ্য অস্ত্রোপচার হয়েছে৷ তাই তাঁর পক্ষে হাজিরা দেওয়া সম্ভব নয়৷

কলকাতা হাইকোর্টের নির্দেশে নারদ কাণ্ডের তদন্ত করছে সিবিআই৷ ঘটনায় অভিযুক্ত মুকুল রায়, সৌগত রায়, অপরূপা পোদ্দার-সহ শাসকদলের একাধিক নেতা-মন্ত্রী-সাংসদের বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর৷ বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে নারদ কাণ্ডের পৃথক তদন্ত শুরু করে ইডিও৷ সিবিআইয়ের মতোই অভিযুক্ত তৃণমূল নেতা-মন্ত্রীদের বিরুদ্ধে আলাদাভাবে এফআইআর করেছে ইডি-ও৷ যদিও দলের সদস্যদের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল৷ তদন্তের স্বার্থে এর আগেও নারদ নিউজের সিইও ম্যাথু স্যামুয়েলকে তলব করেছিল সিবিআই৷ এই নিয়ে দ্বিতীয়বার তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হল৷

Advertisement

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement