সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবার আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) বিরুদ্ধে চার্জশিট দিল সিবিআই (CBI)। এদিন দিল্লির রাউস এভিনিউ আদালতে ওই চূড়ান্ত চার্জশিট পেশ করা হয়েছে। সূত্রের খবর, এই চার্জশিটে সিবিআই দাবি করেছে যে কেজরির নির্দেশেই দলের নেতাদের কোটি কোটি টাকা দিয়েছিলেন মদের ব্যবসায়ী। বিনিময়ে ব্যবসা বাড়াতে নানা সুবিধা নিয়েছিলেন।
উল্লেখ্য, আগেই এই মামলায় একটি প্রধান এবং চারটি সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ওই চার্জশিটগুলিতে দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া, তেলঙ্গানার বিধান পরিষদের সদস্য কে কবিতা এবং অন্য কয়েক জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল। চূড়ান্ত চার্জশিটে সরাসরি দুর্নীতির জন্য কেজরিকেই অভিযুক্ত করা হল। তাঁর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনা হয়েছে।
সিবিআই সূত্রে জানা গিয়েছে, চার্জশিটে উল্লেখ করা হয়েছে যে ২০২১ সালের ১৬ মার্চ দিল্লির সচিবালয়ে কেজরিওয়ালের দপ্তরে গিয়ে দেখা করেছিলেন ব্যবসায়ী মাগুনতা শ্রীনিবাসুলু রেড্ডি। উদ্দেশ্য ছিল দিল্লিতে মদের ব্যবসার প্রসারে কেজরির কাছে সাহায্য প্রার্থনা। একই সময় ২০২১-২২ আবগারি নীতির খসড়া তৈরির কাজ চলছিল। এর পর কে কবিতার মাধ্যমে রেড্ডিকে সুবিধা পাইয়ে দেওয়ার বিষয়ে কথা হয়েছিল। পরিবর্তে আম আদমি পার্টিকে অনুদান দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন কেজরি। সেই মতো দলের শীর্ষনেতা এবং সরকারি আধিকারিকদের প্রায় ৯০ থেকে ১০০ কোটি টাকা অনুদান হিসাবে আগাম দিয়েছিলেন রেড্ডি। এমনটাই দাবি করা হয়েছে সিবিআই চার্জশিটে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.