Advertisement
Advertisement

Breaking News

Anubrata Mandal

শুরু হচ্ছে অনুব্রতর বিচার প্রক্রিয়া, কেষ্টকে লক্ষ পাতার নথি পাঠাল CBI

২০২২ সালের আগস্টে গ্রেপ্তার হন অনুব্রত মণ্ডল।

CBI sends large document file to Anubrata Mandal । Sangbad Pratidin

সিবিআইয়ের হাত গ্রেপ্তার অনুব্রত মণ্ডল। ফাইল ছবি।

Published by: Sayani Sen
  • Posted:January 27, 2024 1:59 pm
  • Updated:January 27, 2024 1:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গরু পাচার মামলার ফের বিচার পর্ব শুরু হবে। আগামী ফেব্রুয়ারি মাসেই শুনানি। তার আগে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী অনুব্রত মণ্ডলের কাছে এক লক্ষ পাতার নথি পাঠাল সিবিআই। বীরভূমের তৃণমূল নেতা ছাড়া আরও ১২ অভিযুক্তকেও নথি পাঠানো হয়েছে বলেই সিবিআই সূত্রে খবর।

২০২২ সালের আগস্ট মাসে বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে গরুপাচার মামলায় গ্রেপ্তার করেছিল সিবিআই। আসানসোল সিবিআই আদালতে প্রথমদিকে এই মামলা চলে। অনুব্রত মণ্ডল আসানসোলের সংশোধনাগারেই বন্দি ছিলেন। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে দিল্লিতে নিয়ে যান কেন্দ্রীয় তদন্তকারীরা। তিহাড় জেলে আপাতত বন্দি অনুব্রত মণ্ডল। তাঁকে গ্রেপ্তার করে ইডিও। অনুব্রতর মেয়ে সুকন্যাও বর্তমানে জেলবন্দি। গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে তদন্তের অগ্রগতি কত দূর? তা জানতে সিবিআইকে নোটিস দেওয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।

Advertisement

[আরও পড়ুন: অফিসের স্ট্রেস থেকেই রাজ্যে বাড়ছে সন্ধ্যার পথদুর্ঘটনা! সমীক্ষায় এল চাঞ্চল্যকর তথ্য]

আগামী ২২ ফেব্রুয়ারি থেকে গরু পাচার মামলার বিচারপ্রক্রিয়া শুরুর কথা।  সুপ্রিম কোর্টের বিচারপতি ত্রিবেদী এবং বিচারপতি মিথলের বেঞ্চ ওই নির্দেশ দেয়। গত ২২ জানুয়ারি সিবিআইয়ের তরফে জানানো হয়, সংশ্লিষ্ট মামলার তদন্ত শেষ। চার্জশিট জমা দিয়ে দেওয়া হবে। সিবিআই জানিয়েছে, মামলার বিচার পর্ব শুরুর আগে সুপ্রিম কোর্টের নির্দেশে অভিযুক্তদের কাছে নথি পাঠানো হয়েছে। চার্জশিটের কপি, বিভিন্ন রিপোর্ট-সহ এক লক্ষ পাতার নথি অনুব্রতের কাছে পৌঁছে দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

[আরও পড়ুন: রেললাইনেই স্টোভ জ্বালিয়ে রান্না, চলছে পড়াশোনা! ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক তুঙ্গে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement