প্রতীকী ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় বংশোদ্ভূত এক জার্মান নাগরিককে গ্রেপ্তার করা হল নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। অভিযোগ, তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ৬ কেজি কোকেন। জানা গিয়েছে, দুটি সফট টয়ের ভিতরে ২৭০টি ক্যাপসুলে রাখা ছিল ওই বহুমূল্য মাদক। যার দাম ৩০ কোটি টাকারও বেশি বলে অনুমান সিবিআইয়ের (CBI)। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অভিযুক্তকে। এই চক্রের পিছনে কারা রয়েছে তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।
জানা গিয়েছে, আগে থেকেই ইন্টারপোল সূত্রে খবর ছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে। বৃহস্পতিবার সন্ধ্যায় দোহা থেকে নয়াদিল্লিগামী বিমানটি বিমানবন্দরে পৌঁছতেই তল্লাশি শুরু করেন তদন্তকারীরা। সেই সময়ই অভিযুক্তের কাছ থেকে মাদক উদ্ধার করা হয় বলে দাবি। সঙ্গে আটক করা হয় তাঁকে। জানা যায়, তিনি ভারতীয় বংশোদ্ভূত জার্মান নাগরিক। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর সঙ্গে কারা কারা জড়িত খতিয়ে দেখছে পুলিশ।
এদিকে যে খেলনা দুটিতে মাদক পাচারের চেষ্টা হচ্ছিল, সেগুলোও বাজেয়াপ্ত করা হয়েছে। সফট টয়দুটির ছবি ও ভিডিও যা তোলা হয়েছে সেগুলিও সুরক্ষিত অবস্থায় রাখা হয়েছে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ওই খেলনাদুটিও পরীক্ষা করা দেখা হবে, যদি অন্য কোনও সূত্র মেলে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.