Advertisement
Advertisement

Breaking News

Manish Sisodia

দিল্লির উপমুখ্যমন্ত্রীর বাড়িতে হানা সিবিআইয়ের, কেজরিওয়াল বললেন ‘স্বাগত’

আবগারি নীতিতে অনিয়মের অভিযোগেই এই তল্লাশি।

CBI raids residence of Delhi Deputy Chief Minister Manish Sisodia। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:August 19, 2022 9:31 am
  • Updated:August 19, 2022 9:35 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার (Manish Sisodia) বাড়িতে হানা দিল সিবিআই (CBI)। শুক্রবার সকালে রাজধানী দিল্লি ও সংলগ্ন এলাকার ২০টি স্থানে তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর মধ্যে অন্যতম সিসোদিয়ার বাড়ি। জানা গিয়েছে, দিল্লি আবগারি নীতিতে অনিয়মের অভিযোগে শুরু হওয়া তদন্তের কারণেই এই তল্লাশি।

মণীশ সিসোদিয়া টুইটারে লিখেছেন, ‘সিবিআই এসেছে। তাদের স্বাগত। আমি অত্যন্ত সৎ। লক্ষ শিশুর ভবিষ্যৎ তৈরি করছি। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে, যারাই ভাল কাজ করে তাদেরই এভাবে বিরক্ত করা হয়। এই কারণেই আমাদের দেশ এক নম্বর হতে পারছে না।’

Advertisement

[আরও পড়ুন: কাশ্মীরে পুলিশের রাইফেল ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা, গুলিতে নিকেশ লস্কর জঙ্গি]

সিবিআইকে স্বাগত জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালও। তিনি টুইটারে লিখেছেন, ‘যেদিন আমেরিকার সবচেয়ে বড় সংবাদপত্র ‘নিউইয়র্ক টাইমসে’ দিল্লির শিক্ষা মডেলের প্রশংসা ও মণীশ সিসোদিয়ার ছবি প্রকাশিত হল, সেদিনই মণীশের বাড়ি সিবিআই পাঠানো হল। সিবিআইকে স্বাগত। সম্পূর্ণ সহযোগিতা করা হবে। এর আগেও বহু তদন্ত/ হানা হয়েছে। কিছুই পাওয়া যায়নি। এবারও কিছুই পাওয়া যাবে না।’

[আরও পড়ুন: খারিজ পার্থর জামিনের আবেদন, আরও ১৪ দিন জেলেই থাকতে হবে ‘অপা’কে]

প্রসঙ্গত, গত বছরের নভেম্বরে আনা দিল্লি আবগারি নীতি প্রণয়ন এবং কার্যকর করার ক্ষেত্রে অনিয়মের অভিযোগ তুলেছে বিরোধীরা। এই অভিযোগের ভিত্তিতেই সিবিআই এফআইআর দায়ের করেছে। তদন্ত শুরু হওয়ার পরই এবার বিভিন্ন জায়গায় তল্লাশি চালাতে শুরু করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ