প্রতীকী ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভালো কাজের প্রলোভন দেখিয়ে ভারতীয়দের রাশিয়ার সেনায় পাঠানোর অভিযোগে এবার সক্রিয় সিবিআই (CBI)। বৃহস্পতিবার দেশজুড়ে ১০টি জায়গায় তল্লাশি চালিয়েছে তদন্তকারী সংস্থাটি। বেশ কয়েকজনকে আটকও করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য।
দিনকয়েক আগেই জানা যায়, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার (Russia-Ukraine War) হয়ে লড়াই করতে গিয়ে মৃত্যু হয় হায়দরাবাদের এক তরুণের। তাঁকে চাকরির টোপ দিয়ে জোর করে যুদ্ধে নামানো হয়েছিল বলে অভিযোগ। প্রসঙ্গত, ভালো কাজের সন্ধানে রাশিয়ায় (Russia) গিয়ে এখনও আটকে রয়েছেন ২০ জনেরও বেশি ভারতীয়। তাঁদের দ্রুত দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলেই গত সপ্তাহে জানিয়েছিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এর মধ্যেই এবার ভারতীয়র মর্মান্তিক মৃত্যুর খবর আসে।
ভারতীয় ব্যক্তির মৃত্যুর খবর আসতেই নড়েচড়ে বসেছে প্রশাসন। জানা গিয়েছে, বৃহস্পতিবার সাত শহরের দশটি এলাকায় তল্লাশি চালিয়েছে সিবিআই। মানব পাচারের অভিযোগে অভিযোগে মোট চারটি সংস্থার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। দিল্লি, মুম্বই, চেন্নাই, তিরুবনন্তপুরম, আম্বালা, চণ্ডীগড় এবং মাদুরাইয়ের মোট দশটি এলাকায় চলেছে তল্লাশি। কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদও করছেন আধিকারিকরা। ল্যাপটপ, ফোন ছাড়াও এই তল্লাশির পরে ৫০ লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছে সিবিআই।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, ভালো কাজের প্রলোভন দেখিয়ে মোট ৩৫ জনকে ভারত থেকে রাশিয়ায় পাঠানো হয়েছে। তবে সকলকেই যুদ্ধে পাঠানো হয়েছে কিনা তা জানা যায়নি। কিন্তু গত কয়েকদিনে রাশিয়ার যুদ্ধক্ষেত্রে দুজন ভারতীয়র মৃত্যুর খবর মিলেছে। এর মধ্যেই পাঞ্জাবের হোশিয়ারপুরের একদল তরুণ পর্যটক ভারত সরকারের কাছে অভিযোগ জানিয়েছেন, তাঁরা রাশিয়ায় বেড়াতে এসেছিলেন। কিন্তু তাঁদের যুদ্ধ করতে বাধ্য করা হচ্ছে। এই পরিস্থিতি থেকে বাঁচতে তাঁরা দ্বারস্থ হয়েছেন মোদি সরকারের। তাঁদেরও উদ্ধার করা গিয়েছে কিনা জানা নেই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.