Advertisement
Advertisement

ট্রাঙ্কে বেআইনি ৯৬ কোটি টাকা, শালিমার এক্সপ্রেসে আটক বিএসএফ কমান্ড্যান্ট

এদিকে ৫৮ লক্ষ টাকা বেহিসেবি টাকা সমেত সিবিআইয়ের জালে জিএসটি কর্তা। দেখুন ভিডিও।

CBI nabs BSF commandant with Rs 96 crore from Shalimar Express
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 3, 2018 7:48 pm
  • Updated:February 3, 2018 7:48 pm  

সুব্রত বিশ্বাস: বান্ডিল-বান্ডিল টাকা। থরে থরে সাজানো। এক কথায় টাকার সমুদ্র গুনে শেষ করা দায়। সিবিআইয়ের দুঁদে গোয়েন্দারা পর্যন্ত হাঁফিয়ে উঠলেন টাকা গুনতে গিয়ে। কাপের পর কাপ চায়ের সঙ্গে সিগারের সুখ টানেও মেজাজ ফেরাতে পারলেন না। শুক্রবার টাকা গুনতে শুরু করে শনিবারও শেষ হওয়া যেন দায়। টাকার পরিমাণ যে অনেক। ৯৬ কোটি। এত টাকা যাঁর কাছ থেকে পাওয়া গেল তিনি বিএসএফের এক কমান্ড্যান্ট। নাম জিবু বি ম্যাথু।

[কাশ্মীরে ফের তুষারধসের কবলে সেনা ছাউনি, মৃত ৩ জওয়ান]

Advertisement

৮৩ ব্যাটেলিয়ানের এই কমান্ড্যান্টকে শালিমার এক্সপ্রেস থেকে ধরা হয়। বেশ কয়েকটি ট্রাঙ্ক ভর্তি করে এই টাকা ট্রেনে চাপিয়ে নিয়ে যাওয়ার পথে কোচিতে সিবিআই আধিকারিকদের হাতে ধরা পড়েন বিএসএফ কর্তা। এই ৯৬ কোটি টাকা কার, কোথায় নিয়ে যাচ্ছিলেন তা জানতে দফায়-দফায় জেরা চালাচ্ছে সিবিআই। প্রাথমিকভাবে ম্যাথু চুপ ছিলেন। তাঁকে মুখ খোলানোর জন্য সব রকমের প্রচেষ্টা চালাচ্ছে সিবিআই। ম্যাথুকে আলেপ্পিতে নিয়ে আসে সিবিআই। আদালতে হাজির করে তাঁকে হেফাজতে নেয় পুলিশ।

[নয়া উপাচার্য পেল বিশ্বভারতী, অচলাবস্থা কাটিয়ে দায়িত্বে প্রাক্তনী সবুজকলি সেন]

এদিকে শনিবারই ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার হলেন জিএসটি কর্তা সংসার চাঁদ। কানপুরে কমিশনার পদে নিযুক্ত ছিলেন তিনি। এদিন সকালে কর দপ্তরের উচ্চপদস্থ এই কর্তাকে গ্রেপ্তার করেছে সিবিআই। তাঁর বিরুদ্ধে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের থেকে ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে। সেই সঙ্গে তাঁর দপ্তরের তিন অফিসার-সহ আটজনের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। একই অভিযোগে সংসার চাঁদের স্ত্রীর নামেও এফআইআর করা হয়েছে বলে সিবিআই সূত্রের খবর। শনিবার বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে ৫৮ লক্ষ টাকা ও বহু নথি পেয়েছে সিবিআই। জলের দরে কৃষকদের থেকে জমি নিয়ে তার উপযুক্ত ব্যবহার না করার জন্য সরকারের বিরুদ্ধে দায়ের করা এক মামলায় চার্জশিট দিয়েছে সিবিআই। ইতিমধ্যেই মামলা রুজু হয়েছে। শুরু হয়েছে তদন্তও।

[টাগের্ট বাংলার বৌধ্য গুম্ফা, মুর্শিদাবাদে ৮০ যুবক নিয়োগ জেএমবি’র]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement