Advertisement
Advertisement
Mahua Moitra

টাকার বদলে প্রশ্ন বিতর্ক: মহুয়ার বিরুদ্ধে CBI তদন্ত শুরু, আরও চাপে TMC সাংসদ

সূত্রের খবর, মহুয়া মৈত্রর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন লোকপাল।

CBI initiates inquiry against TMC MP Mahua Moitra to investigate allegations of bribe for query | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:November 25, 2023 6:21 pm
  • Updated:November 25, 2023 8:29 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টাকার বদল প্রশ্ন বিতর্কে আরও চাপে তৃণমূল (TMC) সাংসদ মহুয়া মৈত্র। মহুয়ার বিরুদ্ধে তদন্ত শুরু করল সিবিআই। সূত্রের খবর, লোকপালের সুপারিশ মেনেই তৃণমূল সাংসদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। খবর সংবাদসংস্থা ANI সূত্রের।

সিবিআই (CBI) সূত্রের খবর, মহুয়া মৈত্রর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন লোকপাল। তাঁর নির্দেশ মতোই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত শুরু করেছে। কৃষ্ণনগরের সাংসদের বিরুদ্ধে মূল অভিযোগ, হীরানন্দানি গোষ্ঠীর কাছ থেকে টাকা নিয়ে আদানিদের বিরুদ্ধে সংসদে প্রশ্ন করেছেন তিনি। এছাড়াও তাঁর সংসদের ওয়েবসাইটের লগ ইন আইডি একাধিক ব্যক্তিকে দেওয়ার অভিযোগও রয়েছে। সবকটি অভিযোগই খতিয়ে দেখবে সিবিআই। 

Advertisement

[আরও পড়ুন: লজ্জায় মুখ ঢাকছে বাণিজ্য নগরী! মুম্বইয়ে দশ বছরে ধর্ষণ বেড়েছে ১৩০ শতাংশ]

উল্লেখ্য, মহুয়ার (Mahua Moitra) বিরুদ্ধে প্রথম টাকার বদলে প্রশ্ন করার অভিযোগ তুলেছিলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। তিনিই তৃণমূল সাংসদের বিরুদ্ধে স্পিকারকে চিঠি লেখেন। লোকপালকেও চিঠি লেখেন তিনিই। তাঁর অভিযোগের ভিত্তিতেই লোকসভার এথিক্স কমিটি মহুয়ার সাংসদ পদ খারিজের প্রস্তাব দিয়েছে। এমনকী, প্রয়োজনে তৃণমূল সাংসদের বিরুদ্ধে সিবিআই তদন্ত করানোর পরামর্শও দেয় ওই কমিটি।

[আরও পড়ুন: ওড়িশা থেকে উদ্ধার বাংলার নিখোঁজ কলেজ ছাত্রের দেহ, সন্তানহারা আরামবাগের পরিবার]

সূত্রের খবর এথিক্স কমিটির পরামর্শ মেনেই তৃণমূল সাংসদের বিরুদ্ধে সিবিআই তদন্তের পরামর্শ দিয়েছে লোকপাল। সেই পরামর্শ মেনে তদন্ত শুরু করল সিবিআই। বস্তুত অভিযোগকারী নিশিকান্ত দুবে ঠিক যা যা দাবি করেছিলেন, মহুয়ার বিরুদ্ধে তাই তাই পদক্ষেপই করল কেন্দ্র। স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত নিশিকান্ত।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement