Advertisement
Advertisement
UGC-NET case

ডার্ক ওয়েবে ফাঁস নেটের প্রশ্নপত্র, কেন্দ্রের অভিযোগের পরই মামলা দায়ের সিবিআইয়ের

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান নিজেই স্বীকার করেছেন, NTA'র পরীক্ষা নেওয়ার পদ্ধতিতে গলদ ছিল।

CBI begins probe in UGC-NET case
Published by: Subhajit Mandal
  • Posted:June 21, 2024 11:48 am
  • Updated:June 21, 2024 12:04 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডার্ক ওয়েবে ফাঁস হয়েছে ইউজিসি নেটের প্রশ্ন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী সেই অভিযোগ মেনে নেওয়ার পরই এ নিয়ে মামলা দায়ের করল সিবিআই। অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের নামে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

নিট নিয়ে দেশজুড়ে তোলপাড়ের মাঝেই বুধবার ইউজিসি-নেট বাতিল করার সিদ্ধান্ত ঘোষণা করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। অস্বচ্ছতার কারণ দেখিয়ে এই পরীক্ষা বাতিল করা হয়। গত মঙ্গলবার ন্যাশনাল টেস্টিং এজেন্সি ইউজিসি-নেট (UGC-NET 2024) পরীক্ষা নেয়। প্রায় ৯ লক্ষের উপর পরীক্ষার্থী তাতে অংশ নেন। একদিন পর বুধবারই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের তরফে একটি বিবৃতি জারি করে পরীক্ষা বাতিলের সিদ্ধান্তের কথা জানানো হয়। ওই বিবৃতিতে উল্লেখ করা হয়, স্বরাষ্ট্রমন্ত্রকের ন্যাশনাল সাইবার ক্রাইম থ্রেট অ্যানালিসিস ইউনিটের তরফে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কাছে গরমিলের অভিযোগ এসেছে। আর ওই অভিযোগের ভিত্তিতে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, পরীক্ষায় বেনিয়ম হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: এখনই কার্যকর নয় বিতর্কিত তিন ফৌজদারি আইন, মোদিকে চিঠি মমতার

গতকাল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান নিজেই স্বীকার করেন, NTA’র পরীক্ষা নেওয়ার পদ্ধতিতে গলদ ছিল। প্রশ্ন ফাঁস হয়েছিল ডার্ক ওয়েবে। বৃহস্পতিবার তিনি বলেন, “পরীক্ষার পরের দিন বিকেল ৩টে নাগাদ আমরা জানতে পারি, ডার্ক নেটে পরীক্ষার আগেই প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছে। মূল প্রশ্নপত্রের সঙ্গে তা মিলিয়ে দেখা যায় ফাঁস হওয়া প্রশ্নের সঙ্গে সেটা হুবহু মিলে গিয়েছে। এর পরই আমরা পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছি। টেলিগ্রামের মতো অ্যাপগুলির উপর নজরদারি চালানো কঠিন। প্রশ্নফাঁসে সেই ধরনের অ্যাপই ব্যবহৃত হয়েছে। স্বচ্ছতার সঙ্গে আমরা আপস করব না।”

[আরও পড়ুন: ‘দ্রুত রাজ্যের মর্যাদা ফিরে পাবে কাশ্মীর’, উপত্যকায় বড় ঘোষণা মোদির

শিক্ষামন্ত্রীর এই স্বীকারোক্তির পরই সিবিআই (CBI) সক্রিয় হয়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে প্রতারণামূলক ষড়যন্ত্র, প্রতারণা-সহ সাইবার ক্রাইমের একাধিক ধারায় মামলা দায়ের করা হয়ছে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement