সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিট কাণ্ডে বড় সাফল্য সিবিআইয়ের। বিহারে প্রশ্নফাঁস কেলেঙ্কারির মূল পান্ডাকে গ্রেপ্তার করল কেন্দ্রীয় সংস্থা। ধৃতের নাম রাকেশ রঞ্জন ওরফে রকি। তাঁর কাছ থেকে বেশ কিছু নথিও উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে। এই নিয়ে এই মামলায় বিহার থেকে এপর্যন্ত দশজনকে গ্রেপ্তার করল সিবিআই (CBI)।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্রানুসারে, অভিযুক্ত রাকেশ রাঁচিতে একটা হোটেল চালাতেন। অভিযোগ, তাঁর হাতেই এসে পড়েছিল স্নাতক স্তরে ডাক্তারির অভিন্ন প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র। সে জনৈক চিন্টুর মাধ্যমে তা ছড়িয়ে দেয়। কেবল প্রশ্নপত্রই নয়, সেগুলির লিখিত উত্তরও ছাপিয়ে বিক্রি করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। রাঁচি ও পাটনা থেকে বহু এমবিবিএস ছাত্রছাত্রীকে দিয়ে ওই প্রশ্নপত্র সলভ করানো হয়েছিল বলেও জানা যাচ্ছে। প্রসঙ্গত, রাকেশের মামা সঞ্জীব মুখিয়াও এই মামলার আর এক অভিযুক্ত। দেশের বিভিন্ন রাজ্য মিলিয়ে এখনও পর্যন্ত গ্রেপ্তারির সংখ্যা ৩০ ছাপিয়েছে।
এদিকে বৃহস্পতিবারই সিবিআই সুপ্রিম কোর্টে নিট তদন্ত নিয়ে হলফনামা পেশ করেছে। সংস্থার দাবি, স্নাতক স্তরে ডাক্তারির অভিন্ন প্রবেশিকা পরীক্ষায় প্রশ্নফাঁস হয়েছে বটে তবে সেটা স্থানীয় স্তরে। সোশাল মিডিয়ায় ওই প্রশ্নপত্র ছড়িয়ে পড়েনি। ফলে তার প্রভাব ব্যাপক হওয়ার কথা নয়। এই হলফনামায় বিরোধীরা যে ব্যাপক অনিয়মের অভিযোগ করছিল, সেটা খানিকটা লঘু করে দেওয়া হল বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, কেন্দ্র ইতিমধ্যেই হলফনামা দিয়ে শীর্ষ আদালতকে জানিয়েছে, স্নাতক স্তরে ডাক্তারির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নিটে (NEET) অব্যবস্থার অভিযোগের তদন্ত হয়েছে। যা থেকে দেখা গিয়েছে, নিট-২০২৪ পরীক্ষায় সর্বত্র বা বৃহৎ স্তরে বেনিয়ম হয়নি। পাশাপাশি আরও যে অভিযোগ, প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে স্থানীয় বা বিশেষ স্তরে কিছু পরীক্ষার্থীদের সুবিধা করে দেওয়া–সেটিও অমূলক বলেই দাবি করা হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.