Advertisement
Advertisement

রিজার্ভ ব্যাঙ্কের দুই আধিকারিককে গ্রেফতার করল সিবিআই

অবৈধভাবে প্রায় ২ কোটি টাকা বদলের অভিযোগে৷

CBI arrests 2 RBI officials in Bengaluru

অবৈধভাবে প্রায় ২ কোটি টাকা বদলের অভিযোগে৷

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 17, 2016 7:08 pm
  • Updated:December 17, 2016 7:08 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১.৯৯ কোটি টাকার দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে শনিবার বেঙ্গালুরু থেকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (আরবিআই) দুই আধিকারিককে গ্রেফতার করল সিবিআই৷

সূত্রের খবর, ১০০ ও ২০০০ টাকার নতুন নোট বদলের সময় ব্যাপক কারচুপি করেছেন ওই দুই আরবিআই আধিকারিক৷ রিজার্ভ ব্যাঙ্কের ক্যাশ ডিপার্টমেন্টের সিনিয়র স্পেশ্যাল অ্যাসিস্ট্যান্ট সদানন্দ নায়কা ও স্পেশ্যাল অ্যাসিস্ট্যান্ট এ কে কেভিনকে দুর্নীতি রোধ আইনের অধীনে ধৃতদের গ্রেফতার করে সিবিআই৷ তাদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র এবং প্রতারণার অভিযোগ আনা হয়েছে৷ বেঙ্গালুরুর বিশেষ আদালত ধৃতদের চারদিনের সিবিআই হেফাজতে দিয়েছে৷

Advertisement

সিবিআই মুখপাত্র দেবপ্রীত সিং জানিয়েছেন, বেঙ্গালুরুতে কর্মরত ওই ২ আরবিআই আধিকারিকের বিরুদ্ধে সিবিআইয়ের কাছে সুস্পষ্ট অভিযোগ ছিল৷ ওই অসাধু চক্রের সঙ্গে আর কে কে জড়িয়ে রয়েছে, তাদের খোঁজেও তল্লাশি চলছে৷ এই নিয়ে বেঙ্গালুরু থেকে দ্বিতীয়বার কোনও আরবিআই আধিকারিককে গ্রেফতার করল সিবিআই৷ এর আগে, গত ১৩ ডিসেম্বর অবৈধভাবে ১.৫১ কোটি টাকা বদল করার অভিযোগে সিনিয়র স্পেশ্যাল অ্যাসিস্ট্যান্ট কে মাইকেলকে গ্রেফতার করে সিবিআই৷ আরবিআই পরে ওই আধিকারিককে সাসপেন্ড করে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement