সংবদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্ণাটকে ভোট প্রচারের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে ভাষা ব্যবহার করেছেন ও হুমকি দিয়েছেন, তা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। এই অভিযোগ তুলে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে চিঠি লিখল কংগ্রেস।
[ ভোটারদের টাকা দিয়েছে রাজনৈতিক দলগুলি, নির্বাচনের পর উঠছে ‘ঘুষ’-এর অভিযোগ ]
চিঠিতে কংগ্রেস লিখেছে, অতীতে ভারতের প্রধানমন্ত্রী কোনও অনুষ্ঠানে মর্যাদা ও শালীনতা মেনে চলতেন। কিন্তু এখন, প্রধানমন্ত্রী যেসব শব্দ ব্যবহার করেছেন সেগুলি হুমকি। বিরোধী দলের সদস্য ও নেতাদের উদ্দেশ্য করে এই শব্দ ব্যবহার করা হয়েছে। চিঠিতে এমন এনেক কথাই লিখেছে ভারতের জাতীয় কংগ্রেস। এই চিঠিতে সই করেছেন মনমোহন সিং-সহ কংগ্রেসের একাধিক তাবড় তাবড় নেতা।
গত ৬ মে কর্নাটকে নির্বাচনী প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, “কংগ্রেস নেতারা ভালভাবে শুনুন যদি আপনারা সীমা অতিক্রম করেন, তবে এখানে মোদি রয়েছে। আপনাদের এর মূল্য চোকাতে হবে।” এই কথাটিকে অন্যতম ইস্যু হিসেবে তুলে ধরেছে কংগ্রেস।
[ বিজেপিকে রুখতে কর্ণাটকে বিরোধী জোট, ‘কিংমেকার’ জেডিএস ]
কংগ্রেস জানিয়েছে, প্রধানমন্ত্রীর থেকে এমন ঘটনা কখনই কাম্য নয়। এমনকী নির্বাচনী প্রচার হলেও এমন কথা বলা উচিত নয় বলে জানিয়েছে কংগ্রেস। তাদের মতে, কোনও প্রধানমন্ত্রীর ভাষা এমন হতে পারে না৷ দলে তরফে রাষ্ট্রপতির কাছে যে চিঠিটি পাঠানো হয়েছে, সেখানে এমন আরও অভিযোগ জানিয়েছে কংগ্রেস৷ প্রধানমন্ত্রী নির্বাচনী প্রচারে যে আপত্তিকর কথাগুলি বলেছেন, তার বিরুদ্ধে রাষ্ট্রপতিকে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে তারা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.