Advertisement
Advertisement

Breaking News

Punjab

পাঞ্জাবে পুলিশ আধিকারিকের গাড়ি পিষে দিল দুই মহিলাকে, ভাইরাল হাড়হিম করা ভিডিওটি

ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে।

Caught On CCTV: Police Officer’s Car Runs Over 2 Girls At Jalandhar-Phagwara Highway, Arrested | Sangbad Pratidin
Published by: Abhisek Rakshit
  • Posted:October 18, 2021 5:25 pm
  • Updated:October 18, 2021 5:25 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটল পাঞ্জাবের (Punjab) জলন্ধরে (Jalandhar)। সোমবার পুলিশ আধিকারিকের গাড়ি মর্মান্তিকভাবে পিষে দিল দুই মহিলাকে। তাঁদের মধ্যে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। অপরজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভরতি করা হয়েছে। ইতিমধ্যে ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

একাধিক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, এদিন সকাল আটটা ১০ মিনিট নাগাদ জলন্ধর ক্যান্টনমেন্ট এলাকায় বাস ধরার জন্য দাঁড়িয়েছিলেন দুই মহিলা। তাঁরা দেখতে পান একটি সাদা গাড়ি দ্রুত গতিতে ধেয়ে আসছে। কয়েক পা পিছিয়ে যান তাঁরা। তাতেও রেহাই মেলেনি। ওই দুধ সাদা মারুতি ব্রেজা গাড়িটি চাপা দিয়ে দেয় তাঁদের।

Advertisement

[আরও পড়ুন: পাঠানকোটে ভেঙে পড়েছিল সেনার কপ্টার, দীর্ঘ ৭৫ দিন পর উদ্ধার পাইলটের মৃতদেহ]

জানা গিয়েছে, ওই গাড়িটির চালকের আসনে বসেছিলেন পাঞ্জাবের এক পুলিশকর্মী। তাঁর নাম অমৃত পাল সিং। সিসিটিভি ফুটেজ দেখে গাড়িটিকে ধাওয়া করে ওই পুলিশকর্মীকে গ্রেপ্তার করেছে জলন্ধর পুলিশ। এদিকে, যিনি ঘটনাস্থলেই মারা গিয়েছেন তাঁর নাম নভজ্যোত্‍ কাউর। মৃতার মা বলেছেন, তাঁর মেয়ে একটি গাড়ির শোরুমে চাকরি করতেন। অফিস যাওয়ার জন্যই সকালে বাস ধরতে বেরিয়েছিলেন। তার মধ্যেই এই ঘটনা জলজ্যান্ত মেয়েটার প্রাণ নিয়ে নিল। ইতিমধ্যে ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এমনকী অপরাধীর শাস্তির দাবিতে আক্রান্তদের পরিবারের সদস্যরা হাইওয়েতে অবরোধও করেন।

ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অনেকেই ভিডিওর বীভৎষতা দেখে আঁতকে উঠেছেন। কেউ কেউ আবার অপরাধী পুলিশ আধিকারিকের চূড়ান্ত শাস্তির দাবি জানিয়েছেন। এদিকে, ইতিমধ্যে ঘটনার তদন্তেও নেমেছে পুলিশ।

[আরও পড়ুন: সুরাটের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত অন্তত ২, দমকলের তৎপরতায় উদ্ধার শতাধিক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement