Advertisement
Advertisement

Breaking News

BJP

বিজেপিতে যোগ যাজকের, ‘শাস্তি’ দিল চার্চ

মাথাচাড়া দিয়েছে বিতর্ক।

Catholic priest in Kerala joined BJP, suspended from duties। Sangbad Pratidin
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:October 4, 2023 2:20 pm
  • Updated:October 4, 2023 2:20 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেরলের এক ক‌্যাথলিক যাজক যোগ দিলেন ভারতীয় জনতা পার্টিতে। যার জেরে তাঁকে সরিয়ে দেওয়া হল গির্জার পৌরহিত্যের দায়িত্ব থেকে। ঘটনা প্রকাশ্যে আসতেই মাথাচাড়া দিয়েছে বিতর্ক।

পিটিআই সূত্রে খবর,সোমবার কেরলের সাইরো মালাবার চার্চের যাজক ফাদার কুরিয়াকোস মাট্টাম বিজেপির প্রাথমিক সদস‌্যপদ গ্রহণ করেন। দলের ইদুক্কি জেলার সভাপতি কে এস আজির হাত থেকে সদস‌্যপদ গ্রহণ করেন ফাদার মাট্টাম। এর কয়েক ঘণ্টার মধ্যেই তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে দেয় চার্চ কর্তৃপক্ষ। যদিও চার্চের তরফে যুক্তি হিসাবে জানানো হয়েছে, ফাদার মাট্টাম আদিমালির কাছে মানকুভা সেন্ট টমাস চার্চের দায়িত্বে ছিলেন। তাঁকে সেখান থেকে সাময়িকভাবে স্থানান্তরিত করা হয়েছে। আপাতত তিনি প্রধান যাজকের কাজ করতে পারবেন না বলে ইদুক্কি ডায়োসেসের পক্ষ থেকে জানানো হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: রেলের চাকরি দুর্নীতি মামলায় সপরিবার জামিন, স্বস্তি সপরিবার লালুর]

এই বিষয়ে চার্চয়ের এক মুখপাত্র সংবাদমাধ্যমে জানিয়েছেন, গির্জার নিয়ম অনুসারে কোনও যাজক কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হতে পারেন না কিংবা সক্রিয়ভাবে কাজ করতে পারেন না। জানা গিয়েছে, ৭৪ বছর বয়সি ওই যাজক কয়েক মাসের মধ্যেই চার্চের কাজ থেকে অবসর নিয়ে নেবেন।

উল্লেখ্য, গত পাঁচ মাস ধরে জাতি দাঙ্গায় জ্বলতে থাকা মণিপুরে বহু চার্চে হামলা চালানো হয়েছে। এই আবহে ওই যাজকের গেরুয়া শিবিরে যোগ যথেষ্ট তাৎপর্যপূর্ণ। যা নিয়ে নিজে এক একটি ফেসবুক পোস্ট করেছেন ফাদার মাট্টাম। তিনি জানিয়েছেন, ‘সাম্প্রতিক বিভিন্ন ঘটনা দেখছি। বিজেপিতে যোগ না দেওয়ার কোনও কারণ আমি খুঁজে পাচ্ছি না। বিজেপির বিভিন্ন কর্মীদের সঙ্গে আমার সুসম্পর্ক রয়েছে। আমি ইতিমধ্যেই দলের সদস্যপদ গ্রহণ করেছি। দেশে বিজেপির কী গুরুত্ব রয়েছে তা আমার জানা।”

[আরও পড়ুন: গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে আঘাত, নিউজক্লিকের ঘটনায় সরব দেশের সাংবাদিকরা!  ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement