Advertisement
Advertisement

Breaking News

Caste census

কেন্দ্রে ক্ষমতায় এলে দু ঘণ্টার মধ্যে জাতিগত জনগণনা! বড় ঘোষণা রাহুলের

২০২৪ নির্বাচনে জাতি সমীক্ষাকেই ইস্যু করতে চাইছে কংগ্রেস।

Caste census within two hours of coming to power in Centre, Says Rahul Gandhi | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:October 28, 2023 8:00 pm
  • Updated:October 28, 2023 8:01 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেন্দ্রে কংগ্রেস সরকার ফিরলে মাত্র দু ঘণ্টার মধ্যে জাতি সমীক্ষা বা জাতিগত আদমশুমারি করা হবে। শনিবার ছত্তিশগড় থেকে বড়সড় ঘোষণা করে দিলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। তাঁর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) সব জায়গায় গিয়ে ওবিসিদের কথা বলেন। অথচ, ওবিসিদের অধিকারের প্রসঙ্গ এলে চুপ করে যান।

ছত্তিশগড়ের সভা থেকে রাহুল এদিন বলেন,”দেশে সামাজিক সম্প্রীতি এবং সমানাধিকার নিশ্চিত করতে হলে জাতি সমীক্ষা করে দেখা দরকার কোন জাতি কতটা পিছিয়ে। মোদিজি যেখানেই যান, সেখানেই ওবিসিদের উন্নতির কথা বলেন। আপনি সব জায়গায় ওবিসি কথাটা ব্যবহার করেন। তাহলে ওবিসিদের জন্য জাতি সমীক্ষায় ভয় কেন?”

Advertisement

[আরও পড়ুন: ‘কামদুনির নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করুন’, মুখ্যমন্ত্রীকে চিঠিতে আর্জি অধীরের]

এর পরই রাহুলের ঘোষণা, “আমি আজ সমস্ত ওবিসি যুবসমাজকে আশ্বাস দিতে চাই কংগ্রেস ক্ষমতায় আসার দু ঘণ্টার মধ্যে জাতিগত জনগণনার সিদ্ধান্ত নেব। আর ছত্তিশগড়ে ক্ষমতায় এলে এখানেও জাতিগত জনগণনা করব।” রতে সামাজিক সম্প্রীতি এবং সমানাধিকার নিশ্চিত করতে হলে কাস্ট সেন্সাস করে দেখা দরকার কোনও জাতি কতটা পিছিয়ে। কংগ্রেস (Congress) মনে করছে জাতিগত জনগণনা করলে ওবিসিদের ভোট পাওয়া সম্ভব। সেটা হলে ক্ষমতায় ফেরাও সম্ভব।

[আরও পড়ুন: গুঁড়িয়ে গিয়েছে চুংথাং, পর্যটকদের ‘স্বপ্নের শহর’এখন যেন ‘মৃত্যুপুরী’!]

আসলে আসন্ন জনগণনায় (Caste Census) জাতপাতের উল্লেখ না করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। অর্থাৎ দেশের কত শতাংশ বাসিন্দা তফসিলি জাতি বা উপজাতির, কত শতাংশ ওবিসি, কিছুই ঘোষণা করা হবে না। কেন্দ্রের দাবি, এভাবে আলাদা করে জাতপাত ঘোষণা করলে বিভেদ বাড়বে। বিরোধীরা তাতে নারাজ। বিরোধী শিবিরের দাবি, আলাদা আলাদা শ্রেণির মানুষের সংখ্যা জানলে তাদের জন্য কাজ করতে সুবিধা হবে সরকারেরই। কোন শ্রেণির মানুষ কত শতাংশ, সেটা জানলে সেই মতো প্রকল্প তৈরি করা যায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement