সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যাঙ্ক থেকে ৫০ হাজার বা তার উর্ধ্বে টাকা তুললেই লেনদেন কর চালু করার ব্যবস্থা করা উচিত৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডিজিটাল ইন্ডিয়াকে সমর্থন জানিয়ে এমনই সুপারিশ দিল অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু পরিচালিত একটি প্যানেল৷
মঙ্গলবার মোদিকে এ বিষয়ে একটি অন্তর্বর্তী রিপোর্ট জমা দিয়েছে ওই প্যানেল৷ তাদের সুপারিশ, ডিজিটাল ইকোনমিতে জোর দেওয়ার জন্য প্রয়োজন নগদ লেনদেনে লাগাম টানা৷ আর লেনদেনের উপর ট্যাক্সের বোঝা চাপলে, স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ ক্যাশলেস লেনদেনের দিকে ঝুঁকতেই বাধ্য হবে৷ ২০০৫ সালে কংগ্রেসের জমানায় লেনদেনের উপর এই একই নিয়ম চালু করার পরিকল্পনা করেছিল ইউপিএ সরকার৷ তবে সে সময় প্রযুক্তির এহেন উন্নতি না ঘটায় সেই পরিকল্পনা দিনের আলো দেখেনি৷ ইন্টারনেটের যুগে ডিজিটাল লেনদেনের নিরিখে বর্তমানে অনেকটাই এগিয়ে দেশ৷ সেক্ষেত্রে এমন সিদ্ধান্তের কথা ভাবা যেতেই পারে বলে মনে করছেন চন্দ্রবাবু নাইডু৷
করের পাশাপাশি কেন্দ্রকে প্যানেলের সুপারিশ, যাঁরা করের আওতায় বাইরে পড়েন অর্থাৎ যাঁদের আয় কম, তাঁদের স্মার্টফোন কেনার ক্ষেত্রে ১০০০ টাকা ভরতুকি দেওয়ার ব্যবস্থা করা উচিত৷ পাশাপাশি সম্পূর্ণ নিখরচায় ব্যাঙ্কগুলিকে ক্রেডিট ও ডেবিট কার্ড পরিষেবার বন্দোবস্ত করতে হবে৷ অনলাইন টিকিট বুকিংয়ের ক্ষেত্রেও ছাড় পেলে আম জনতার ক্যাশলেস লেনদেনে আগ্রহ বাড়বে বলে মত প্যানেলের৷ তাদের পরামর্শ, প্রতিটি রাজ্যের সরকারকেই আধার কার্ড বাধ্যতামূলক করে দেওয়া উচিত৷ আর আধার কার্ডের মাধ্যমে লেনদেনের ক্ষেত্রে ব্যবসায়ীদের অতিরিক্ত ছাড়ের ব্যবস্থা করলে তা আরও ফলপ্রসূ হবে৷ মুখ্যমন্ত্রীর আশা, আসন্ন কেন্দ্রীয় বাজেটে এই সব সুপারিশগুলি তুলে ধরা হবে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.