সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট বাতিলের সিদ্ধান্ত ঘোষণার পর ৫০ দিন সময় চেয়ে নিয়েছিলেন প্রধানমন্ত্রী৷ তাই ৩০ ডিসেম্বরের পরই টাকা তোলা সংক্রান্ত সমস্ত সমস্যা মিটবে এমনটাই আশা করেছিল আম জনতা৷ তবে সম্ভবত সে আশা পূরণ হচ্ছে না৷ কেন না নির্ধারিত সময়সীমা পেরলেও টাকা তোলার ঊর্ধ্বসীমা উঠছে না বলেই সূত্রের খবর৷
কালো টাকা রোখার যে ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী, তা মেনে নিয়ে, সব ভোগান্তি সহ্য করেছেন সাধারণ মানুষ৷ প্রত্যাশা, ৫০ দিন পর পরিস্থিতি স্বাভাবিক হবে৷ অর্থাৎ টাকা তোলার ক্ষেত্রে কোনও নিয়ম হাত বাঁধবে না৷ কিন্তু বাস্তব পরিস্থিতি বলছে তা সম্ভব নয়৷ বস্তুত প্রধানমন্ত্রী ৫০ দিন সময় চেয়েছিলেন ঠিকই, কিন্তু তা শেষ হওয়ার প্রাক্কালে পরিস্থিতি যে আগের মতো হবে এমন কোনও আশ্বাস এখনও দেননি৷ কোনও আশ্বাস দিতে পারেনি কেন্দ্রীয় অর্থমন্ত্রকও৷
এই পরিস্থিতিতেই জানা যাচ্ছে, যদি ঊর্ধ্বসীমা তুলে নেওয়া হয় তাহলে যে পরিমাণ টাকা লাগবে তার জোগান নেই এই মুহূর্তে৷ আরবিআইয়ের হাতেও সেই পরিমাণ টাকা নেই, সেই পরিমাণ টাকা ছাপাও হচ্ছে না৷ ব্যাঙ্ক কর্মীরাও এই ইঙ্গিতই দিচ্ছিলেন৷ টাকা তোলার সীমা পুরোপুরি না তোলার কথাই জানাচ্ছেন তাঁরা৷ একইরকম ইঙ্গিত মিলেছিল এসবিআই-এর চেয়ারপার্সন অরুন্ধতী ভট্টাচার্যের কথাতেও৷ সরকার যদি সীমা তুলে নেয় এবং ব্যাঙ্ক যদি পর্যাপ্ত টাকা জোগান দিতে না পারে তবে ঘোর গণ্ডগোল বাধার সম্ভাবনা৷ আর তাই একেবারে সব সীমা তুলে দেওয়া হবে না বলেই অনুমান করা হচ্ছে৷ সুতরাং আশঙ্কা, ৫০ দিন পেরলেও টাকা নিয়ে সমস্যা কমবে না আম জনতার৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.