বুদ্ধদেব সেনগুপ্ত, নয়াদিল্লি: লোকসভা ভোটের (Lok Sabha 2024) মুখে প্রবল চাপে কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। বহিষ্কৃত সাংসদের বিরুদ্ধে সিবিআই (CBI) তদন্তের নির্দেশ দিলেন লোকপাল। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের অভিযোগের ভিত্তিতে তৃণমূল নেত্রীর বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তদন্তের ভার দিলেন লোকপাল। আগামী ৬ মাসের মধ্যে সিবিআইকে এই মামলায় প্রাথমিক রিপোর্ট জমা দিতে হবে।
নিশিকান্তর অভিযোগ ছিল, জাতীয় সুরক্ষা বন্ধক রেখে দুর্নীতি করেছেন মহুয়া। তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা হওয়া উচিত। সেই অভিযোগকে কার্যত মান্যতা দিয়ে লোকপাল তৃণমূল নেত্রীর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিলেন। উল্লেখ্য, মহুয়ার বিরুদ্ধে ইডি আগে থেকেই তদন্ত করছে। এবার যোগ হল আর এক কেন্দ্রীয় এজেন্সি। সব মিলিয়ে লোকসভা ভোটের মুখে সাঁড়াশি চাপে তৃণমূল প্রার্থী। তৃণমূলের একাংশের আশঙ্কা আগামী দিনে প্রচারেও অসুবিধার সম্মুখীন হতে পারেন মহুয়া।
উল্লেখ্য, মহুয়ার (Mahua Moitra) বিরুদ্ধে প্রথম টাকার বদলে প্রশ্ন করার অভিযোগ তুলেছিলেন নিশিকান্ত দুবেই। তিনিই তৃণমূল সাংসদের বিরুদ্ধে স্পিকারকে চিঠি লেখেন। লোকপালকেও চিঠি লেখেন তিনিই। তাঁর অভিযোগের ভিত্তিতেই মহুয়ার বিরুদ্ধে এথিক্স কমিটিকে তদন্তের নির্দেশ দেন স্পিকার ওম বিড়লা। দুবের অভিযোগের ভিত্তিতেই শেষ পর্যন্ত সাংসদ পদ হারান তৃণমূলের দাপুটে নেত্রী।
যদিও মহুয়ার দল তাঁর পাশেই দাঁড়িয়েছে। সাংসদ পদ খোয়ানোর পরও তাঁকে নদিয়া উত্তরের জেলা সভাপতি করা হয়। এমনকী কৃষ্ণনগরে তাঁকে ফের লোকসভার প্রার্থীও করেছে তৃণমূল (TMC)। ভোটের মুখে ইডি-সিবিআইয়ের জোড়া চাপ তিনি কীভাবে সামলান, সেটাই দেখার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.