Advertisement
Advertisement

‘আগে দেশ স্বচ্ছ হোক, বিরিয়ানি তো কালও খেতে পারব’

এক বেসরকারি সংস্থার সমীক্ষা অনুযায়ী ভোগান্তি সত্ত্বেও দেশের ৮০ শতাংশেরও বেশি মানুষ সমর্থন করছেন মোদির সিদ্ধান্ত৷

Cash crunch hits Biryani business in Hyderabad
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 23, 2016 9:14 am
  • Updated:November 23, 2016 9:17 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রীর নোট বাতিলের সিদ্ধান্তে দেশের রাজনীতি সরগরম৷ মানুষের ভোগান্তি  অব্যাহত৷ তবু মোদির পাশেই দাঁড়াচ্ছে আমজনতা৷ আর এই আবেগেই বিপদের সিদুরে মেঘ দেখছেন ছোট ও মাঝারী ব্যবসায়ীরা৷

হায়দরাবাদের বিখ্যাত বিরিয়ানি ব্যবসাতেও চলছে মন্দা৷ নোট বাতিলের জেরে বিক্রি কমেছে মারাত্মক হারে৷ বিক্রেতারা জানাচ্ছেন, সকলেই ২০০০ টাকার নোট নিয়ে হাজির হচ্ছেন৷ এত খুচরো দিতে হিমসিম অবস্থা তাঁদের৷ ফলে ফিরিয়ে দিতে হচ্ছে অনেক ক্রেতাকে৷ তবে সে তো পরের কথা৷ তাঁদের বরং ভয় দেখাচ্ছে জনতার আবেগ৷ কী সেই আবেগ? এক ক্রেতা জানাচ্ছেন, “বিরিয়ানি তো আজ বাদে কালও খাওয়া যাবে৷ তার আগে দেশ থেকে কালো টাকা সরে যাক৷ দেশ স্বচ্ছ হোক৷ সরকার দেশ শুধরোতে নোট বাতিল করেছে৷ বিরিয়ানি খাওয়ার থেকেও দেশ শুধরোনো অনেক বেশি জরুরি৷” সাধারণ ক্রেতার এই মনোভাবই মুশকিলে ফেলেছে বিরিয়ানি বিক্রেতাদের৷

Advertisement

দেখা যাচ্ছে, নোট বাতিলের সিদ্ধান্ত নিয়ে যত সমালোচনাই হোক, সাধারণ মানুষের কাছে মোদি ‘মসীহা’ই৷ কালো টাকার বিরুদ্ধে অভিযানকে সামনে এনে তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন, আমজনতা তা গ্রহণ করেছে ব্যাপকভাবে৷ এক বেসরকারি সংস্থার সমীক্ষা অনুযায়ী ভোগান্তি সত্ত্বেও দেশের ৮০ শতাংশেরও বেশি মানুষ সমর্থন করছেন মোদির সিদ্ধান্ত৷ আর তাই কমেছে খরচ-খরচাও৷ টাকা তোলার উর্ধ্বসীমা বাঁধা, তাই কেউই প্রয়োজন অতিরিক্ত খরচ করছেন না৷ ফলে টান পড়েছে বিরিয়ানির বিলাসিতায়৷

নোট বাতিলের জেরে সংকটে বেঙ্গালুরুর বিখ্যাত ফুলবাজারও৷ আন্তর্জাতিক এই বাজারেও চলছে ব্যাপক মন্দা৷ বিয়ের মরশুমে যেখানে ফুলের দাম আকাশ ছোঁয়া হওয়ার কথা, সেখানে দাম ক্রমশ নিম্নমুখী৷ এতেই মাথায় হাত ফুল ব্যবসায়ীদের৷

অবশ্য ব্যবসায়ীদের এ সংকট পাত্তা দিচ্ছে না আমআদমি৷ অনেকে অবশ্য বলছেন, আরও আটঘাট বেঁধে মোদির এ পদক্ষেপ করা উচিত ছিল৷ দেশের ৬৫ শতাংশ বেশি মানুষের কিন্তু মত, পরিকল্পনা করেই এ সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী৷ আর এতে ভাল বই মন্দ হবে না৷ জনতার এই আবেগেই মার খেতে শুরু করেছেন ছোট ও মাঝারী ব্যবসায়ীরা৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement