Advertisement
Advertisement

নগদের অভাবে বাজেটে কাটছাঁট করল তেলেঙ্গানা

আগামী তিন মাসে ১.২৯ লক্ষ কোটির সরকারি বাজেটের মাত্র অর্ধেক খরচ করতে পারবে সরকার৷

cash crunch forces telegana to cut budget estimate
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 1, 2017 2:27 pm
  • Updated:January 1, 2017 2:27 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টাকা নেই৷ অগত্যা, তাই বাজেটে কাটছাঁট তো করতেই হয়৷ গৃহস্থ থেকে সরকার সকলেই এবিষয়টা হাড়ে হাড়ে টের পাচ্ছে এবার৷ শেষ আর্থিক বর্ষের আগামী ৩ মাস অন্তত বাজেট কাটছাঁটের পথেই হাঁটতে চলছে তেলেঙ্গানা সরকার৷

নোট বাতিলের পর ৫০ দিন পার হয়েছে৷ তবে নগদের অভাব একই তিমিরে আছে৷ তবে সেপ্টেম্বর ও অক্টোবরের মতোই নভেম্বর-ডিসেম্বরেও রাজস্ব আদায় হয়েছিল ভালই৷ তাই সমস্য প্রথমে টের পাওয়া যায়নি৷ তবে বোঝা গেল যখন তখন বেশ দেরি হয়ে গিয়েছে৷ তাই শেষ আর্থিক বর্ষে বাজেটে লাগাম টানছে কে চন্দ্রশেখর রাওয়ের সরকার৷

Advertisement

সূত্রের খবর, প্রত্যেকটি সরকারি ক্ষেত্রের আধিকারিকদের কাছ থেকে আলাদা আলাদা করে রিপোর্ট চাওয়া হয়েছে৷ নোট বাতিলে ফলে দেরিতে হলেও যে নগদের অভাব বেশ টের পাওয়া যাচ্ছে তা তেলেঙ্গানার চলতি বাজেট অধিবেশনে স্বীকার করে নেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী৷

তেলেঙ্গানার অর্থমন্ত্রী জানান, সাধারণত প্রত্যেক মাসে তেলেঙ্গানায় রাজস্ব আদায়ের পরিমান ৮ হাজার কোটি টাকা৷ এর মধ্যে রাজ্য সরকারি কর্মীদের বেতন, পেনশন-সহ খরচের পরিমান মোটামুটি ৫,৫০০ কোটি টাকা৷ তেলেঙ্গানার অর্থমন্ত্রী আরও জানান, তবে আশার কথা এই যে ডিসেম্বরে রিয়েল এস্টেট ও আবগারি ক্ষেত্র থেকে আয়ের পরিমান বেশ ভাল৷ তবে তিনি এও জানান, নগদের অভাবের জন্যই অন্যান্য ব্যবসায় কিছুটা ক্ষতি হয়েছে৷ সে রাজ্যের অর্থমন্ত্রী এও বলেন, নোট বাতিলের পর ক্ষতি হয়েছে স্ট্যাম্প ও রেজিস্ট্রেশন ক্ষেত্রে রাজস্ব আদায়৷ এই ক্ষেত্রে দৈনিক রাজস্ব আদায় ১৫ কোটি থেকে নেমে তিন কোটি হয়েছে৷

তাই তেলেঙ্গানার অর্থমন্ত্রী জানান, আগামী তিন মাসে ১.২৯ লক্ষ কোটির সরকারি বাজেটের মাত্র অর্ধেক খরচ করতে পারবে সরকার৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement