সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গতকাল পাঞ্জাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) ) নিরাপত্তার প্রশ্নে জলঘোলা অব্যাহত। এবার সেই বিতর্ক পৌঁছাল সুপ্রিম কোর্টে (Supreme Court)। প্রধানমন্ত্রীর নিরাপত্তায় গাফিলতির অভিযোগে মামলা হল শীর্ষ আদালতে। আগামিকাল শুক্রবার ওই মামলার শুনানি হবে বলে জানা গিয়েছে। এদিকে গতকালের ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তে দুই সদস্যের তদন্ত কমিটি গড়ল পাঞ্জাব সরকার।
বৃহস্পতিবার সকালে প্রবীণ আইনজীবী মনিন্দর সিং প্রধানমন্ত্রীর নিরাপত্তায় গাফিলতির অভিযোগে সুপ্রিম কোর্টে মামলা করেছেন। আদালতে ওই আইনজীবী বলেন, “পাঞ্জাব সরকারের তরফে নিরাপত্তায় বড়সড় গাফিলতি হয়েছে।” একটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত প্রয়োজন। “ভবিষ্যতে যাতে এমন ঘটনা আর না ঘটে তা নিশ্চিত করা প্রয়োজন।” উত্তরে প্রধান বিচারপতি এন ভি রামানা (NV Ramana) মামলার একটি কপি রাজ্য সরকারের কাছে ফাইল করতে বলেন। আগামিকাল এই মামলার শুনানি হবে।
এদিকে গতকালের ঘটনায় বিজেপি ও কেন্দ্রের ক্রমাগত চাপে রয়েছে পাঞ্জাবের কংগ্রেস সরকার। গোটা দেশের মতোই রাজ্যে মহামারীর তৃতীয় ঢেউ আছড়ে পড়লেও দু’মাস পরে ভোটও রয়েছে। সেই কথা মাথায় রেখে দুই সদস্যের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করল পাঞ্জাব সরকার। ওই কমিটিতে রয়েছে হরিয়ানা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মেহতাব গিল ও রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রকের প্রধান সচিব তথা বিচারপতি অনুরাগ ভর্মা। চান্নি সরকারকে তিন দিনের মধ্যে বিস্তারিতে রিপোর্ট দেবে এই কমিটি।
যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিরাপত্তায় কোনও গলদ ছিল না, গতকালই সাংবাদিক বৈঠক পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি (Charanjit Singh Channi) একথা জানিয়ে ছিলেন। তবে আজ কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক (Home Ministry) অন্যরকম দাবি করেছে। মন্ত্রকের আধিকারিকের দাবি, নিরাপত্তার গাফিলতি হয়েছিল। ইন্টেলিজেন্স রিপোর্টে বিক্ষোভের কথা বলা হলেও পাঞ্জাব পুলিশ প্রধানমন্ত্রীর যাত্রাপথ নিরাপদে সম্পন্ন করার জন্য প্রযোজনীয় ব্যবস্থা নেয়নি।
অন্যদিকে বিজেপি মোদির নিরাপত্তার গলদের পিছনে বড়সড় ষড়যন্ত্র দেখছে। বিজেপির তরফে সরাসরি মুখ্যমন্ত্রী চরনজিৎ সিং চান্নিকে (Charanjit Singh Channi) দোষারোপ করা হয়েছে। বিজেপি সভাপতি জেপি নাড্ডা টুইট করে বলছেন, ”প্রধানমন্ত্রী পাঞ্জাবে গিয়েছিলেন বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধনে। এর ফলে পাঞ্জাবের হাজার হাজার কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্প বন্ধ হয়ে গেল। তবে, এইসব সংকীর্ণ বাধায় আমরা পাঞ্জাবের উন্নয়নে ব্যাঘাত ঘটাতে দেব না।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.