Advertisement
Advertisement
IndiGo flight

মাঝ আকাশে সুখটান! বিমানের মধ্যেই সিগারেটে দম দিয়ে হাজতে যাত্রী

মুম্বই অবতরণের কিছু আগেই নেশার টানে বিমানের শৌচাগারে ঢোকেন ব্যক্তি।

Case filed against passenger for smoking inside IndiGo flight
Published by: Amit Kumar Das
  • Posted:June 28, 2024 3:07 pm
  • Updated:June 28, 2024 3:07 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বর্গ হোক বা মর্ত্য, দুঃখ হোক বা আনন্দ, ধুমপায়ীরাই জানেন ধুমপানের আসল মর্ম। ধুমপানের বাধভাঙা ইচ্ছে মনে চাগাড় দিলে মাঝ আকাশে বিমানের মধ্যেই সিগারেট জ্বালিয়ে সুখটানে মাতলেন ৩৮ বছর বয়সি এক ব্যক্তি। ১৭৬ যাত্রীকে বিপদের মুখে ফেলার অভিযোগে গ্রেপ্তার করা হল অভিযুক্তকে। গত বুধবার ঘটনাটি ঘটেছে দিল্লি থেকে মুম্বইগামী ইন্ডিগো বিমানে।

জানা গিয়েছে, ১৭৬ যাত্রীকে নিয়ে দিল্লি বিমানবন্দর থেকে মুম্বইয়ের উদ্দেশে রওনা দিয়েছিল ইন্ডিগোর বিমান। মুম্বই পৌঁছনোর প্রায় ৫০ মিনিট আগে মাঝ আকাশেই নেশার টানে বিমানের শৌচাগারে ঢোকেন ৩৮ বছর বয়সি খলিল কজম্মুল খান নামে এক ব্যক্তি। এর পরই সিগারেটের গন্ধে ভরে যায় গোটা বিমান। সঙ্গে সঙ্গে বেজে ওঠে স্মোক সেন্সর। ধোয়ার গন্ধে অস্বস্তি বোধ করেন অন্যান্য যাত্রীরাও। অভিযুক্ত খলিল শৌচাগার থেকে বাইরে বের হতেই সেখানে গিয়ে তল্লাশি চালান বিমান কর্মীরা। সেখান থেকে পাওয়া যায় সিগারেটের টুকরো ও দেশলাই।

Advertisement

বিমানের ভেতর যাত্রীর ধুমপানের খবর কেবিন ক্রুর তরফে পাঠানো হয় পাইলটের কাছে। এর পর বিমানটি মুম্বইয়ে অবতরণের পর যাত্রীর এহেন কাণ্ডের কথা জাননো হয় নিরাপত্তারক্ষীদের। আটক করা হয় অভিযুক্ত খলিলকে। জানা যায় অভিযুক্ত ওই ব্যক্তি উত্তরপ্রদেশের বাসিন্দা।

[আরও পড়ুন: মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে? মহারাষ্ট্রের বিরোধী জোটে মতানৈক্য, খোঁচা দিচ্ছে বিজেপি]

প্রাথমিক জেরায় অভিযুক্ত স্বীকার করে নিয়েছেন বিমানের মধ্যে ধুমপান করেছিলেন তিনি। এর পর বিমান বন্দরের নিরাপত্তারক্ষীদের তরফে অভিযুক্তকে স্থানীয় সাহর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। খলিলের বিরুদ্ধে ভারতীয় দণ্ড সংহিতার একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement