Advertisement
Advertisement
করোনা

‘করোনা আক্রান্ত মুসলিমদের চিকিৎসা করব না’, রাজস্থানের স্বাস্থ্যকর্মীদের মন্তব্যে বিতর্ক

তিন অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের।

Case against Rajasthan hospital staff for WhatsApp posts against Muslims

ফাইল ছবি

Published by: Paramita Paul
  • Posted:June 8, 2020 11:05 am
  • Updated:June 8, 2020 11:10 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা আক্রান্ত মুসলিম রোগীদের দেখভালে আপত্তি। আর তা নিয়ে হোয়াটসঅ্যাপে বিস্তর মেসেজ চালাচালি। রাজস্থানের ডাক্তার-সহ দুই স্বাস্থ্যকর্মীর কথোপকথনের স্ক্রিনশট ভাইরাল হতেই তড়িঘড়ি ব্যবস্থা নিল পুলিশ। অভিযোগ দায়ের করে তদন্ত শুরু হয়েছে। বিষয়টি সামনে আসতেই ক্ষমা চেয়ে নিয়েছেন ওই হাসপাতাল কর্তৃপক্ষ। তাঁরা জানিয়েছেন, এই কথোপকথনটি এপ্রিল মাসের। যখন তবলিঘি জামাতের (Tablighi Jamat) সদস্যরা হাসপাতালে ভরতি ছিলেন। কাউকে আঘাত করা তাদের উদ্দেশ্য নয়।

পুলিশ সূত্রে খবর, রাজস্থানের চারু জেলার শ্রীচাঁদ বরদিয়া রোগ নিদান কেন্দ্র (Srichand Baradiya Rog Nidan Kendra) হাসপাতালের এক ডাক্তার ও দুই স্বাস্থ্যকর্মীর মধ্যে কথোপকথন ভাইরাল হয়। হোয়াটসঅ্যাপ মেসেজে এক ল্যাব টেকনিশিয়ান লেখেন, “আমি আজ থেকে শপথ করছি কাল থেকে কোনও মুসলিম রোগীর এক্স-রে করব না।” আরেকটি মেসেজে এক ডাক্তার লেখেন, “কাল থেকে কোনও মুসলিম রোগীকে আমি দেখব না।” এই মেসেজের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই বিপত্তি বাঁধে। অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ।এদিকে গোটা ঘটনায় শ্রীচাঁদ বরদিয়া রোগ নিদান কেন্দ্রের কর্তা ড. সুনীল চৌধুরি জানান, “সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া কথোপকথনের জন্য আমি দুঃখিত। কোনও বিশেষ ধর্মকে আমরা আঘাত করতে চাইনি। ভবিষ্যতে আমার সংস্থার কর্মীরা কোনও অভিযোগের জায়গা দেবেন না।”

Advertisement

[আরও পড়ুন : লকডাউনের পর চাহিদা বৃদ্ধির জের! ৮৩ দিন পর বাড়ল পেট্রল-ডিজেলের দাম]

এই ঘটনায় রবিবার সরদরশহর পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারার পাশাপাশি দুর্যোগ মোকাবিলা আইন ভাঙারও অভিযোগ দায়ের হয়েছে। এ প্রসঙ্গে স্টেশন হাউস অফিসার মহেন্দ্র দত্ত শর্মা জানান, “হাসপাতালের এক ডাক্তার, এক টেকনিশিয়ান ও এক কমপাউন্ডারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। একটি বিশেষ ধর্মের বিরুদ্ধে তারা মন্তব্য করেছে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।”

[আরও পড়ুন :প্রশিক্ষণ চলাকালীন ওড়িশায় ভেঙে পড়ল বিমান, দুই পাইলটের মৃত্যু]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement