সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেরলের স্থানীয় নির্বাচনে ভাল ফল করার আনন্দে একটি পুরসভার অফিসে ‘জয় শ্রীরাম’ লেখা ব্যানার টাঙিয়ে ছিলেন বিজেপির কয়েকজন কর্মী। এর জেরে তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে সংশ্লিষ্ট পুরসভা কর্তৃপক্ষ। ঘটনাটি ঘটেছে কেরলের পালাক্কাদ পুরসভায়। বিষয়টি প্রকাশ্যে আসার পরে উত্তেজনাও তৈরি হয়েছে ওই এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত বুধবার কেরলে অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনের ফলাফল প্রকাশ পায়। তাতে দেখা যায়, পালাক্কাদ (Palakkad) পুরসভা এলাকায় বেশ কয়েকটি আসনে জয়লাভ করেছেন বিজেপি প্রার্থীরা। এই খবর পাওয়ার পরেই আনন্দে মেতে ওঠেন ওই এলাকার বিজেপি কর্মী-সমর্থকরা। কয়েকটি জায়গায় বিজয় মিছিল করার পাশাপাশি বুধবার সন্ধ্যায় পালাক্কাদ পুরসভার বিল্ডিংয়ে গিয়ে মালায়ালম ভাষায় জয় শ্রীরাম (Jai Shri Ram) লেখা বিশাল একটি ব্যানার টাঙিয়ে দেন। ওই ব্যানারে ছত্রপতি শিবাজী মহারাজের একটি ছবিও ছিল। বিষয়টি প্রকাশ্যে আসার পরেই শুরু হয় বিতর্ক। সরকারি অফিসে ধর্মীয় পতাকা লাগানোর বিরোধিতায় সরব হয়ে উঠে বিভিন্ন সংগঠন।
এর জেরে বৃহস্পতিবার ওই বিজেপি কর্মী-সমর্থকদের নামে স্থানীয় থানায় একটি অভিযোগ দায়ের করেন পালাক্কাদ পুরসভার সচিব। তাঁর অভিযোগ, এই ধরনের ব্যানার লাগিয়ে এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চাইছে কিছু মানুষ। আর শুধু রামের ব্যানার নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছবি দেওয়া ব্যানারও টাঙানো হয়েছে ওই পুরসভার অফিসে। বর্তমানে অভিযোগের ভিত্তিতে স্পেশাল ব্রাঞ্চের ডেপুটি পুলিশ সুপার তদন্ত শুরু করেছেন। খুব তাড়াতাড়ি এবিষয়ে একটি রিপোর্টও জমা দেবেন তিনি।
প্রসঙ্গত উল্লেখ্য, কেরলের অন্য জায়গায় খুব একটা ভাল ফল করতে না পারলেও পালাক্কাদ পুরসভার ৫২টি ওয়ার্ডের মধ্যে ২৮টিতে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থীরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.