সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গাড়ি প্রেমীদের জন্য হয়ত নতুন বছর খুব একটা সুখকর নয়। ২০১৭-র থেকে দাম বাড়ছে সমস্ত চার চাকার গাড়ির। একটু আধুটু নয়, এক ধাক্কায় অনেকটাই চড়ছে গাড়ির দাম। তাই যাঁরা নতুন বছরে নতুন গাড়ি কেনার চিন্তা ভাবনা করছেন তাদের কপালে ভাঁজ পড়বে বৈকি।
কেন্দ্রের আবগারি শুল্ক না কমানোর সিদ্ধান্তই চার চাকার গাড়ির দাম বাড়ার কারণ বলে মনে করা হচ্ছে। যদিও ইতিমধ্যেই বেশকিছু গাড়ি কোম্পানি দাম বাড়ানোর কথা ঘোষণা করে দিয়েছেন। এক নজরে দেখে নেওয়া যাক নতুন বছরে কোন গাড়ির কত দাম বাড়তে পারে-
যদিও এই অর্থবর্ষে রাজস্বে ঘাটতি মেটাতে আগামী ৩ মাসে অতিরিক্ত রাজস্ব আদায় আশাতীতই ছিল। গাড়ি কোম্পানিগুলির দাবি, এটা পুরোপুরি সরকারের সিদ্ধান্ত। তাঁরা এই সিদ্ধান্ত মানতে বাধ্য। যার প্রভাব গাড়ি বিক্রিতে পড়বে বলেই মনে করছেন তারা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.