Advertisement
Advertisement
Uttarakhand

উত্তরাখণ্ডে ভয়াবহ দুর্ঘটনা, নদীতে ভেসে গেল গাড়ি, মৃত ৯

গাড়িটিকে নদী থেকে তোলা হচ্ছে ট্র্যাক্টরের সাহায্যে।

Car washed away in river in Uttarakhand, 9 dead। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:July 8, 2022 11:07 am
  • Updated:July 8, 2022 12:10 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরাখণ্ডের (Uttarakhand) নৈনিতালের রামনগরে (Ramnagar Car Accident) ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল ৯ জনের। জানা গিয়েছে, ভরা ঢেলা নদীতে পড়ে যায় একটি গাড়ি। গাড়িতে ১০ জন যাত্রী ছিলেন। বাকিরা ঘটনাস্থলেই মারা গেলেও একটি নাবালিকাকে সেখান থেকে উদ্ধার করা হয়েছে। তবে তার অবস্থা আশঙ্কাজনক।

সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা যাচ্ছে, প্রবল বৃষ্টিতে ঢেলা নদী ভরে রয়েছে। এই অবস্থায় এদিন সকালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। গাড়ির যাত্রীদের মধ্যে নাবালিকাটি-সহ ৫ জন মহিলা ছিলেন। তাঁদের মধ্যে ৪ জনেরই মৃত্যু হয়েছে। ওই নাবালিকা যাত্রীকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভরতি করা হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: ‘নূপুর শর্মার জিভ কাটলেই মিলবে ২ কোটি’, ভিডিও ভাইরাল হতেই পুলিশের জালে অভিযুক্ত]

দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৮ জনই পাঞ্জাবের পাতিয়ালার বাসিন্দা। তাঁদের মধ্যে ৫ জন পুরুষ ও ৩ জন মহিলা। বাকিরা রামনগরের বাসিন্দা। দুর্ঘটনায় গাড়ির চালকও আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, দুর্ঘটনাস্থলের রাস্তাটি জিম করবেট ন্যাশনাল পার্কের দিকে গিয়েছে। গতকাল রাত থেকেই এলাকায় প্রবল বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে নদীর জল উপচে রাস্তায় চলে এসেছে। পরিস্থিতি এমনই যে আলাদা করে দেখলে রাস্তা আর নদীকে চিহ্নিত করা মুশকিল। বহুদিন ধরেই নদীর উপরে এই এলাকায় একটি সেতু বানানোর কথা ভাবছে প্রশাসন। কিন্তু এখনও সেই পরিকল্পনা কার্যকর করা যায়নি। এর আগেও এখানে বড় দুর্ঘটনা ঘটেছে। 

[আরও পড়ুন: জেপি নাড্ডার সঙ্গে কথা, হিমাচল ভোটের আগে কংগ্রেস ছাড়তে পারেন আনন্দ শর্মাও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement