ছবি: প্রতীকী
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েক দিন আগেই হায়দরাবাদে গতির বলি হয়েছিলেন দু’জন। মর্মান্তিক সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আরও এক ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটল হায়দরাবাদের বাঞ্জারা হিলসে। এক স্কুটার সওয়ারকে ধাক্কা মেরে টেনে হিঁচড়ে নিয়ে গেল একটি বিএমডাব্লু গাড়ি। সিসিটিভি ফুটেছে ধরা পড়েছে হাড়হিম করা সেই ঘটনা।
ঠিক কী ঘটেছিল? সিসিটিভি ফুটেছে দেখা গিয়েছে, স্কুটারে চেপে এক ব্যক্তি আসছিলেন। হঠাৎই উলটো দিক থেকে দ্রুত গতিতে আসা একটি গাড়ি সজোরে ধাক্কা মারে স্কুটারটিতে। শুধু তাই নয়, গাড়িটির গতি এতই বেশি ছিল যে ওই অবস্থাতেই চালক-সহ স্কুটারটিকে টেনে হিঁচড়ে বেশ কিছু দূরে নিয়ে যায় গাড়িটি। ইতিমধ্যেই দুর্ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
#WATCH | Telangana | Hit and run incident reported in Banjara Hills PS limits in Hyderabad. A GHMC employee namely Bala Chander Yadav’s two-wheeler was rammed by a speeding BMW car today in Banjara Hills police station limits. The accident happened after the driver lost control… pic.twitter.com/vbOobHGjtj
— ANI (@ANI) July 7, 2023
পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি বিএমডাব্লু ধাক্কা মারে স্কুটারটিতে। গাড়িটি চালাচ্ছিলেন একজন মহিলা। অভিযোগ, যখন ওই ঘটনাটি ঘটে তখন ওই মহিলা মত্ত অবস্থায় ছিলেন। দুর্ঘটনায় জখম হয়েছেন স্কুটার চালক। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। জানা গিয়েছে, আহত ব্যক্তি গ্রেটার হায়দরাবাদ মিউনিসিপাল কর্পোরেশনের (GHMC) কর্মী।
উল্লেখ্য, শুধু হায়দরবাদ (Hyderabad) নয় এর আগে দেশের একাধিক জায়গায় এহেন ঘটনা ঘটেছে। কয়েকদিন আগেই মহারাষ্ট্রের ধুলে জেলায় রাস্তার ধারের এক হোটেলে নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে যায় একটি ট্রাক। ভয়ঙ্কর সেই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন দশ জন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.