Advertisement
Advertisement
Andhra Pradesh

বাইক আরোহীকে ধাক্কা, দেহ ছাদে নিয়ে ১৮ কিমি ছুটল ঘাতক গাড়ি!

নেশাগ্রস্ত গাড়ির চালক বুঝতেই পারেননি গাড়ির ছাদে পড়ে রয়েছে মৃতদেহ!

Car hits a biker, then 18km run with body on roof in Andhra Pradesh
Published by: Amit Kumar Das
  • Posted:April 16, 2024 2:50 pm
  • Updated:April 16, 2024 2:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মদ্যপ গাড়ি চালকের বেপরোয়া গতির বলি বাইক আরোহী। বাইক চালককে প্রথমে ধাক্কা, তারপর মৃতদেহ ছাদে নিয়ে ১৮ কিলোমিটার ছুটল এসইউভি গাড়ি! এমনই ভয়ংকর পথ দুর্ঘটনার সাক্ষী হল অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) অনন্তপুর জেলা। দুর্ঘটনার পর থেকেই পলাতক চালক। অভিযুক্তের সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, রবিবার রাত সাড়ে ১০ টা নাগাদ ঘটেছে এই মর্মান্তিক দুর্ঘটনা। বছর ৩৫-এর এক যুবক স্কুটিতে করে বাড়ি ফিরছিলেন। অভিযোগ, তখনই উলটো দিক থেকে দ্রুতগতিতে আসা একটি এসইউভি গাড়ি মুখোমুখি ধাক্কা মারে সেই স্কুটিকে। দুর্ঘটনার জেরে গাড়ির ছাদের উপর আছড়ে পড়েন বাইক আরোহী। নেশাগ্রস্ত গাড়ির চালক তা বুঝতেও পারেনি। ওই অবস্থাতেই দ্রুত গতিতে মৃতদেহ ছাদে নিয়ে প্রায় ১৮ কিমি ছোটে গাড়িটি। প্রচুর রক্তক্ষরণের জেরে গাড়ির ছাদের উপরই মৃত্যু হয় যুবকের।

Advertisement

[আরও পড়ুন: অন্ধ্রের মুখ্যমন্ত্রীর উপর হামলা, অপরাধীর সন্ধানে বিরাট আর্থিক পুরস্কার ঘোষণা পুলিশের]

এদিকে ছাদে মৃতদেহ নিয়ে রাস্তায় ছুটতে থাকা গাড়িকে দেখে রীতিমতো চমকে ওঠেন পথচলতি মানুষ। দীর্ঘক্ষণ পর জনতাই গাড়িটিকে থামায়। জানা যায়, নেশাগ্রস্ত অবস্থায় রয়েছেন চালক। গাড়ি থেকে নেমে কী ঘটেছে দেখার অছিলায় ঘটনাস্থল ছেড়ে পালান তিনি। পরে তদন্ত শুরু হলে পুলিশ জানতে পারে ঘাতক গাড়িটি বেঙ্গালুরুর।

[আরও পড়ুন: গোয়া নির্বাচনে ছিলেন আপের আর্থিক দায়িত্বে, লোকসভা ভোটের আগে ইডির হাতে গ্রেপ্তার সেই চনপ্রীত]

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। অভিযুক্ত গাড়ি চালকের সন্ধান শুরু করেছে পুলিশ। তদন্তকারীদের দাবি, ঘটনার সময়ে গাড়িতে ওই চালক একাই ছিলেন। তাঁর খোঁজে তল্লাশি শুরু হয়েছে। শীঘ্রই অভিযুক্তকে গ্রেপ্তার করা হবে বলে দাবি পুলিশের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement