সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোটায় শিশুমৃত্যুর ঘটনায় ফের প্রকাশ্যে চলে এল রাজস্থান কংগ্রেসের দ্বন্দ্ব। এবার শিশুমৃত্যুর ঘটনায় মুখ্যমন্ত্রী অশোক গেহলটকে তোপ দাগলেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী তথা প্রদেশ কংগ্রেস সভাপতি শচীন পাইলট (Sachin Pilot)। তাঁর দাবি, প্রশাসনের একাংশ নিজেদের দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। এই বিষয়টি নিয়ে আরও সহমর্মী হওয়া উচিত ছিল সরকারের। অশোক গেহলটের নাম না নিলেও, তাঁর টার্গেট যে মুখ্যমন্ত্রীই ছিলেন, তা বলার অপেক্ষা রাখে না।
Rajasthan Deputy Chief Minister Sachin Pilot on #KotaChildDeaths: I think our response to this could have been more compassionate and sensitive. After being in power for 13 months I think it serves no purpose to blame the previous Govt’s misdeeds. Accountability should be fixed. pic.twitter.com/kpD9uxMfUy
— ANI (@ANI) January 4, 2020
রাজস্থানের কোটায় একের পর এক শিশুমৃত্যুর ঘটনায় গোটা দেশ হতবাক। ইতিমধ্যেই ওই এলকায় ১০৭টি সদ্যজাতের মৃত্যু হয়েছে। অথচ এ বিষয়ে কোনও কার্যকরী পদক্ষেপ না করে, অনেকটা দায়সারা মনোভাব দেখিয়েছেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। বিরোধীদের তোপের মুখে তাঁর সাফাই, এবছরই রাজস্থানে শিশুমৃত্যুর ঘটনা গত ৬ বছরে সবচেয়ে কম। তাছাড়া আগের সরকার হাসপাতালগুলির পরিকাঠামো ঠিক না করায়, এখন সমস্যায় পড়তে হচ্ছে। অর্থাৎ, পুরোদস্তুর পূর্ববর্তী বিজেপি সরকারের উপর দায় ঠেলেছেন মুখ্যমন্ত্রী। এ প্রসঙ্গে শচীন পাইলট বলছেন, ১৩ মাস সরকারে থাকার পর আগের সরকারকে দোষ দেওয়ার কোনও মানে হয় না। বসুন্ধরাজী ঠিকমতো কাজ করেননি, তাই মানুষ তাঁকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে। আমার মনে হয় এ ব্যপারে আমাদের আরও সতর্ক এবং সহমর্মী হওয়া উচিত ছিল। মুখ্যমন্ত্রীর উদ্দেশে পাইলটের কটাক্ষ, “শুধুমাত্র আগের পরিসংখ্যান দিয়ে দায় এড়িয়ে যাওয়া যায় না। আগে কী হয়েছে এখন ভেবে লাভ নেই। আমাদের যে কাজটা করার, সেটা আমাদেরই করতে হবে।”
উল্লেখ্য, কোটার শিশুমৃত্যু নিয়ে ঘরে বাইরে চাপের মুখে রাজস্থানের কংগ্রেস সরকার। বিজেপি তো বটেই, এই ইস্যুতে কংগ্রেসকে তোপ দাগছেন বিএসপি সুপ্রিমো মায়াবতীও। কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের নীরবতা নিয়েও প্রশ্ন উঠছে। ১০৭টি শিশুর মৃত্যুর বদলে দেদার রাজনৈতিক কাদা ছোঁড়াছুঁড়ি চলছে। এসবের মধ্যে পাইলট এবং গেহলটের এই দ্বন্দ্ব কোটা বিতর্ককে নয়া মাত্রা দিল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.