Advertisement
Advertisement

Breaking News

হোয়াইট হাউসের ‘দুঁদে’ রক্ষীরা এবার পাহারা দেবে মধ্যপ্রদেশের জঙ্গল

লাদেনকে খতম করার জন্য গঠিত SEAL টিমকেও পথ দেখিয়েছিল এরাই৷

Canines responsible for White House security will now guard MP Jungles
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 12, 2017 4:31 pm
  • Updated:January 12, 2017 4:31 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হোয়াইট হাউসের চারপাশেই ঘুরে বেড়ায় ওরা৷ বিপদের সামান্যতম গন্ধ পেলেই আগে ঝাঁপিয়ে পড়বে, পরে ভাববে শত্রু-না মিত্র৷ সেই কারণেই মার্কিন প্রেসিডেন্টের ঘর রক্ষার গুরুদায়িত্ব তাঁদের কাঁধেই৷ এমনকী, ওসামা বিন লাদেনকে খতম করার জন্য গঠিত SEAL টিমকেও পথ দেখিয়েছিল এরাই৷

বেলজিয়ান ম্যালিনয়৷ বিশ্বের সবচেয়ে তীক্ষ্ণ, আক্রমণাত্মক সারমেয়দের মধ্যে প্রথমের সারিতে রয়েছে এদের নাম৷ সেই কারণেই মার্কিন মুলুকের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান রক্ষার দায়িত্ব এদের কাঁধে৷ এবার মধ্যপ্রদেশের জঙ্গলে দাপিয়ে বেড়াবে এই প্রাণীগুলি৷ গন্ধ পেলেই ঝাঁপিয়ে পড়বে চোরাশিকারীদের উপর৷

Advertisement

আত্মপ্রকাশ করল দ্বিতীয় স্করপেন ক্লাস সাবমেরিন আইএনএস খান্ডেরি

মোদির নোট বাতিলের সিদ্ধান্তকে স্বাগত বিশ্ব ব্যাঙ্কের

নিরাপত্তা ব্যবস্থা কড়া করেও আটকানো যাচ্ছে না চোরাশিকারীদের উপদ্রব৷ দুষ্কৃতীদের হামলার সবচেয়ে বেশি শিকার হচ্ছে জঙ্গলের বাঘের দল৷ ২০১৬ সালের হিসেব অনুযায়ী গোটা মধ্যপ্রদেশে চোরাশিকারীদের হাতে মোট ৩০টি বাঘের মৃত্যু হয়েছে৷ যার মধ্যে সবচেয়ে বেশি হয়েছে কানহা ও পেঞ্চ জাতীয় উদ্যানে৷ সেই কারণেই এই বেলজিয়ান প্রহরীদের আনা হয়েছে৷

মাথা পিছু ৮২ হাজার টাকা দামে কেনা হয়েছে সারমেয়গুলিকে৷ প্রত্যেকের ট্রেনিংয়ের জন্য খরচ হচ্ছে ৬৭ হাজার টাকা করে৷ ভোপালে স্পেশ্যাল আর্মড ফোর্সের পুলিশ ডগ ট্রেনিং সেন্টারে এপ্রিল মাস পর্যন্ত চলবে এই প্রশিক্ষণ৷ তারপরই মধ্যপ্রদেশের জঙ্গলে পাঠিয়ে দেওয়া হবে এদের৷ যাতে চোরাশিকারীদের তাণ্ডব থেকে জঙ্গলের জীবনকে বাঁচানো যায়৷  

belgian-malinois-dogs-training_841b8ecc-d808-11e6-a473-4fa7bf176867

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement