সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজনৈতিক ময়দানে নানা বিরোধিতার সম্মুখীন হতে হয় রাজনীতিকদের৷ প্রধানমন্ত্রীই হন বা প্রাক্তন প্রধানমন্ত্রী কেউই এর থেকে বাদ যান না৷ বাদ যান না বিরোধীরাও৷ রাহুল গান্ধীর কাছেও এ অভিজ্ঞতা নতুন নয়৷ তবে এবার নতুন এক সমালোচনার মুখে পড়লেন তিনি৷ তাঁর জাতীয় সংগীত গাওয়া নিয়ে প্রশ্ন তুললেন অনুপম খের৷
বরাবরই এ ধরনের সমালোচনার মুখে পড়তে হয়েছে রাহুল গান্ধীকে৷ অবশ্য তার প্রধান কারণ, মা সনিয়া গান্ধী৷ নানা কারণে ঘুরে ফিরে আক্রমণের তির এই প্রশ্নেই ফিরে ফিরে এসেছে৷ সম্প্রতি ফের সে প্রশ্ন তুললেন অনুপম৷ বললেন, “তাঁর ভারতীয়ত্ব নিয়ে কোনও প্রশ্ন তুলছি না৷ তবে আমি চাই রাহুল গান্ধী একবার জাতীয় সংগীত গেয়ে শোনান৷ আমি দেখতে চাই উনি জাতীয় সংগীতের কথাগুলো জানেন কি না৷”
অবশ্য এ নিয়ে রাহুলের তরফে কোনও জবাব শোনা যায়নি৷
Not doubting his Indianness but I wish to see Rahul Gandhi sing our National Anthem, want to see if he knows the words or not: Anupam Kher pic.twitter.com/fsv4pTFk5x
— ANI (@ANI_news) December 5, 2016
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.