Advertisement
Advertisement

‘আপনাকে শেষবারের মতো বাবা বলে ডাকতে পারি?’ প্রয়াত নেতাকে খোলা চিঠি পুত্রের

দলের রাশ হাতে রাখতেই কি আবেগঘন চিঠি?

Can I call you Appa for one last time: MK Stalin
Published by: Kumaresh Halder
  • Posted:August 8, 2018 12:56 pm
  • Updated:August 8, 2018 12:58 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘আমার নেতা করুণানিধি৷ আপনাকে কি শেষবারের মতো বাবা বলে ডাকতে পারি?’ সদ্য প্রয়াত তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি লিখলেন ডিএমকে নেতা  এমকে স্টালিন৷  মাতৃভাষায় বাবাকে লেখা স্টালিনের শেষ চিঠি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়৷  

[করুণানিধির শেষকৃত্য নিয়ে তরজা তুঙ্গে, মাদ্রাজ হাই কোর্টে চলছে শুনানি]

চেন্নাইয়ের মেরিনা বিচে করুণানিধির শেষকৃত্যে আপত্তি জানিয়ে যখন আদালতের দ্বারস্থ সরকারপক্ষ, ঠিক তখনই, ‘বাবা’র প্রয়াণে সমস্ত আবেগ উজাড় করে দিলেন স্টালিন৷ তাঁর  টুইট, ‘আমার নেতা করুণানিধি৷ আপনাকে কি শেষবারের মতো বাবা বলে ডাকতে পারি? করুণানিধি সবসময় বলতেন, তিনি বিশ্রাম নিতে চান না। তিনি চাইতেন, বিশ্রাম নিজেই বিশ্রাম নিক৷’ করুণানিধি উদ্দেশ্যে  তাঁর দলের কার্যকরী সভাপতি এমকে স্টালিনের প্রশ্ন, ‘‘তামিল জনজাতির প্রতি আপনার সব কাজ কি সারা হয়ে গিয়েছে যে, আপনি চলে গেলেন?’’ ছেলের চিঠিতে পরতে পরতে উঠে এসেছে  করুণানিধির ব্যক্তিগত জীবন৷ বাদ যাননি মেয়ে কানিমোঝিও৷ 

Advertisement

[গোটা গ্রামজুড়ে বাস একটি পরিবারেরই, হতবাক এনআরসি পর্যবেক্ষকও]

করুণানিধির ছোট ছেলে স্টালিন৷ পরিবারের কনিষ্ঠতম সদস্য তিনি৷  কিন্তু, দলের দায়িত্ব স্টালিনকেই দিয়ে গিয়েছেন তামিল রাজনীতির ‘থালাইভা’৷  ছোট ছেলেকেই বসিয়েছে  ডিএমকের কার্যকরী সভাপতির কুর্সিতে৷  করুণানিধির সিদ্ধান্তে পরিবারের অন্দরে জলঘোলা কম হয়নি৷ বাবার সিদ্ধান্ত  মানতে পারেননি সদ্য প্রয়াত নেতার বড় ছে্লে এমকে আলাগিরি৷ বাবা ও ভাইয়ের বিরাগভাজন হওয়ায় দল থেকে বিতাড়িতও হতে হয়েছে আলাগিরিকে৷ রাজনৈতিক মহলের একাংশের মতে,  দলের রাশ নিজের হাতে রাখতেই  করুণানিধির প্রয়াণে খোলা  চিঠিতে নিজের যন্ত্রণার ইতিহাসই তুলে ধরলেন স্টালিন৷

[জরুরি অবস্থার বিরোধিতা করে গদি হারিয়েছিলেন করুণানিধি]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement