সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘‘নির্বাচনে জিততে হলে আরএসএসের মতো প্রচার করুন৷’’ না, বিজেপির কোনও নেতা একথা বলেননি৷ বরং এই বক্তব্য পেশ করেছেন কংগ্রেসের শরিক এনসিপি দলের সুপ্রিমো শরদ পাওয়ার৷ অবাক লাগলেও, এটাই সত্যি!
[ আরও পড়ুন: সন্ত্রাস ও আলোচনা একসঙ্গে চলতে পারে না, পাকিস্তানকে সাফ বার্তা ভারতের]
সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে ভরাডুবির পর বৃহস্পতিবার দলীয় কর্মীদের উদ্দেশে বক্তব্য পেশ করেন শরদ পাওয়ার৷ সেখানে বিরোধীদের মুখ থুবড়ে পড়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে এই বর্ষিয়ান রাজনীতিবিদ কার্যত স্বীকার করে নেন যে, বিরোধীরা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন৷ দলের নেতা-কর্মীদের তিনি বলেন, বিজেপির মতাদর্শগত সংগঠন আরএসএসের থেকে জনসংযোগ শিখতে৷ কর্মীদের এনসিপি প্রধান বলেন, ‘‘মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে আজ থেকেই দলের কর্মীদের ভোটারদের বাড়ি বাড়ি যাওয়া উচিত৷ আরএসএসের সদস্যদের দেখে আপনাদের শেখা উচিত৷ যদি তাঁরা পাঁচটা বাড়িতে যায় এবং তারমধ্যে একটা বাড়ি যদি বন্ধ থাকে, তবে আরএসএসের সদস্যরা বারবার সেই বাড়িতে যান৷ যতক্ষণ না তাঁরা নিজেদের কথা সেই বাড়ির সদস্যদের জানাতে পারছেন, ততক্ষণ আরএসএসের সদস্যরা ওই বাড়িটিতে যান৷ সংঘের সদস্যরা ভাল করে জানেন কীভাবে মানুষের সঙ্গে সংযোগ রক্ষা করতে হয়৷’’ কংগ্রেসের মতাদর্শে বিশ্বাসী এই প্রবীণ রাজনীতিকের মুখে একথা শুনে স্বভাবতই অবাক হয়েছেন অনেকেই৷ তবে নিজের মুখে বিরোধীদের জনবিচ্ছিন্ন হওয়ার কথা স্বীকার করে, যে সৎসাহস দেখিয়েছেন শরদ পাওয়ার, তার প্রশংসা করেছে রাজনৈতিক মহলের একাংশ৷
[ আরও পড়ুন: ইজরায়েলের কাছ থেকে আরও ১০০টি ‘বালাকোট বম্ব’ কিনছে ভারতীয় বায়ুসেনা ]
প্রসঙ্গত, ৪৮ লোকসভা আসন বিশিষ্ট মহারাষ্ট্রে কংগ্রেসের সঙ্গে জোট করে ১৯টিতে লড়াই করেছে শরদ পাওয়ারের দল এনসিপি৷ যার মধ্যে মাত্র চারটিতে জয় পেয়েছেন তাঁরা৷ অন্যদিকে কংগ্রেস জিতেছে মাত্র একটি আসন৷ ৪৮ আসনের মহারাষ্ট্রে কার্যত গেরুয়া ঝড় উঠেছে৷ ৪১টি আসন পেয়েছে বিজেপি-শিবসেনা জোট৷ যার মধ্যে একক ভাবে ২৩টি আসন পেয়েছে বিজেপি এবং শিবসেনার ঝুলিতে গিয়েছে ১৮টি আসন৷ চলতি বছরই মহারাষ্ট্রে অনুষ্ঠিত হতে চলেছে বিধানসভা নির্বাচন৷ তার আগে নিজের দলের ভিত মজবুত করতে এবং দলের কর্মীদের উজ্জীবিত করতেই এনসিপি প্রধানের এই বক্তব্য বলে মনে করছে ওয়াকিবহাল মহল৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.