সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একলাফে মোদির মন্ত্রিসভার (Cabinet reshuffle) সদস্য সংখ্যা বেড়েছে অনেকটা। ছিল, ৫৩ হল ৭৪। তাঁদের মধ্যে ২১ জন আবার নতুন মুখ। বাংলা থেকে রয়েছেন ৪ জন। এদিকে সব মিলিয়ে মন্ত্রিসভা থেকে বাদ পড়েছেন পুরনো ১২ জন। কেউ কেউ আবার প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হয়েছেন। ফলে প্রায় সমস্ত মন্ত্রকের দায়িত্বই নতুন করে বন্টন করতে হয়েছে। সূত্রের খবর, নয়া মন্ত্রিসভা নিয়ে বৃহস্পতিবারই বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক নিজের হাতে রাখলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্বরাষ্ট্রমন্ত্রকের পাশাপাশি অমিত শাহ সামলাবেন মিনিস্ট্রি অফ কো অপারেশন-এর (Cooperation Ministry) দায়িত্ব। নয়া শিক্ষামন্ত্রী হলেন ধর্মেন্দ্র প্রধান। স্মৃতি ইরানি মহিলা ও শিশু কল্যাণের দায়িত্ব সামলাবেন। পাশাপাশি স্বচ্ছ ভারতের প্রকল্পেরও দেখভাল করবেন। পীযূষ গোয়েল বস্ত্রমন্ত্রকের দায়িত্ব সামলাবেন। গিরিরাজ সিং পাচ্ছেন গ্রামোন্নয়ন মন্ত্রকের দায়িত্ব।
এক ঝলকে দেখা নেওয়া যাক কে কোন মন্ত্রকের দায়িত্ব পেলেন
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.