Advertisement
Advertisement
Cabinet reshuffle

Cabinet reshuffle: মন্ত্রিসভায় অতিরিক্ত দায়িত্ব নিচ্ছেন মোদি-শাহ, দেখে নিন কে কোন মন্ত্রকে

কোন মন্ত্রকের দায়িত্ব পেলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া?

Cabinet reshuffle: PM Modi and HM Amit shah take additional charge | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:July 7, 2021 10:25 pm
  • Updated:July 8, 2021 3:41 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একলাফে মোদির মন্ত্রিসভার (Cabinet reshuffle) সদস্য সংখ্যা বেড়েছে অনেকটা। ছিল, ৫৩ হল ৭৪। তাঁদের মধ্যে ২১ জন আবার নতুন মুখ।  বাংলা থেকে রয়েছেন ৪ জন। এদিকে সব মিলিয়ে মন্ত্রিসভা থেকে বাদ পড়েছেন পুরনো ১২ জন। কেউ কেউ আবার প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হয়েছেন।  ফলে প্রায় সমস্ত মন্ত্রকের দায়িত্বই নতুন করে বন্টন করতে হয়েছে। সূত্রের খবর, নয়া মন্ত্রিসভা নিয়ে বৃহস্পতিবারই বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী। 

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক নিজের হাতে রাখলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্বরাষ্ট্রমন্ত্রকের পাশাপাশি অমিত শাহ সামলাবেন মিনিস্ট্রি অফ কো অপারেশন-এর (Cooperation Ministry) দায়িত্ব। নয়া শিক্ষামন্ত্রী হলেন ধর্মেন্দ্র প্রধান। স্মৃতি ইরানি মহিলা ও শিশু কল্যাণের দায়িত্ব সামলাবেন। পাশাপাশি স্বচ্ছ ভারতের প্রকল্পেরও দেখভাল করবেন। পীযূষ গোয়েল বস্ত্রমন্ত্রকের দায়িত্ব সামলাবেন। গিরিরাজ সিং পাচ্ছেন গ্রামোন্নয়ন মন্ত্রকের দায়িত্ব।

Advertisement

এক ঝলকে দেখা নেওয়া যাক কে কোন মন্ত্রকের দায়িত্ব পেলেন

  • নারায়ন টাটু রানে-ক্ষুদ্র, ছোট এবং মাঝারি শিল্পমন্ত্রক
  • সর্বানন্দ সোনোওয়াল- বন্দর, জাহাজ ও জলপথ এবং আয়ুষমন্ত্রক
  • ড. বীরেন্দ্র কুমার–সামাজিক ন্যায় ও ক্ষমতায়নমন্ত্রক
  • জোতিরাদিত্য সিদ্ধিয়া- অসামরিক বিমানমন্ত্রক
  • রামচন্দ্রপ্রসাদ সিং-ইস্পাতমন্ত্রক
  • অশ্বিনী বৈষ্ণব- রেল ও তথ্য-প্রযুক্তিমন্ত্রক
  • পশুপতি কুমার পরশ-খাদ্য প্রক্রিয়াকরণমন্ত্রক
  • কিরণ রিজিজু-আইন ও ন্যায়মন্ত্রক 
  • রাজকুমার সিং- শক্তি মন্ত্রক
  • হরদীপ সিং পুরী-পেট্রলিয়াম, আবাসন ও নগর কল্যাণমন্ত্রক 
  • মনসুখ মান্ডব্য- স্বাস্থ্যমন্ত্রক
  • ভুপেন্দ্র যাদব- পরিবেশ মন্ত্রক এবং শ্রমমন্ত্রক
  • পুরুষোত্তম রুপালা- মৎস্য, পশুপালন এবং দুগ্ধজাত পণ্যমন্ত্রক
  • জি কিষান রেড্ডি- সংস্কৃতি, পর্যটন এবং উত্তর-পূর্বাঞ্চল উন্নয়নমন্ত্রক

[আরও পড়ুন: দুই থেকে চার, কোন অঙ্কে বাংলা থেকে কেন্দ্রীয় মন্ত্রীদের বাছল BJP?]

  • অনুরাগ সিং ঠাকুর- ক্রীড়া ও তথ্য ও সম্প্রচারমন্ত্রক
  • পঙ্কজ চৌধুরী- অর্থমন্ত্রকের প্রতিমন্ত্রী 
  • অনুপ্রিয়া সিং প্যাটেল- বাণিজ্য ও শিল্পমন্ত্রকের প্রতিমন্ত্রী
  • সত্যপাল সিং বাঘেল- আইনমন্ত্রকের প্রতিমন্ত্রী 
  • রাজীবচন্দ্র শেখর- কারিগরী দক্ষতা ও শিল্পমন্ত্রকের প্রতিমন্ত্রী এবং তথ্য-প্রযুক্তি মন্ত্রকের প্রতিমন্ত্রী 
  • শোভা করণদোলজে- কৃষিমন্ত্রকের প্রতিমন্ত্রী 
  • ভানুপ্রতাপ সিং বর্মা- ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পমন্ত্রকের প্রতিমন্ত্রী 
  • দর্শনা বিক্রম জার্দোশ- বস্ত্র ও রেলমন্ত্রকের প্রতিমন্ত্রী 
  • মীনাক্ষী লেখী- বিদেশমন্ত্রকের প্রতিমন্ত্রী
  • অন্নপূর্ণা দেবী- শিক্ষামন্ত্রকের প্রতিমন্ত্রী 
  • এ নারায়ণস্বামী- সামাজিক ন্যায় ও ক্ষমতায়নমন্ত্রকের প্রতিমন্ত্রী 
  • কৌশল কিশোর- নগর বিষয়ক এবং আবাসনমন্ত্রকের প্রতিমন্ত্রী 
  • অজয় ভাট- প্রতিরক্ষা ও পর্যটনমন্ত্রকের প্রতিমন্ত্রী 

[আরও পড়ুন: লক্ষ্য লোকসভা ২০২৪! সব সম্প্রদায় ও ধর্মের প্রতিনিধি মোদির নতুন মন্ত্রিসভায়]

  • বি এল বর্মা- উত্তর-পূর্বাঞ্চল উন্নয়নমন্ত্রকের প্রতিমন্ত্রী এবং সমন্বয় সাধনমন্ত্রকের প্রতিমন্ত্রী 
  • অজয় কুমার- স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী
  • দেবুসিং চৌহান- যোগাযোগমন্ত্রকের প্রতিমন্ত্রী 
  • ভগবন্ত খুবা- নবীকরণ ও পুনর্ব্যবহারযোগ্য শক্তিমন্ত্রকের প্রতিমন্ত্রী 
  • কপিল মোরেশ্বর পাটিল- পঞ্চায়েতি রাজমন্ত্রকের প্রতিমন্ত্রী
  • প্রতিমা ভৌমিক- সামাজিক ন্যায় ও ক্ষমতায়নমন্ত্রকের প্রতিমন্ত্রী 
  • ডা. সুভাষ সরকার- শিক্ষামন্ত্রকের প্রতিমন্ত্রী
  • শান্তনু ঠাকুর- বন্দর, জাহাজ ও জলপথ এবং আয়ুষমন্ত্রকের প্রতিমন্ত্রী
  • জন বারলা – সংখ্যলঘু সম্প্রদায় বিষয়ক মন্ত্রকের প্রতিমন্ত্রী 
  • নিশীথ প্রামাণিক– স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী, ক্রীড়া ও যুবকল্যাণমন্ত্রকের প্রতিমন্ত্রী
  • ভগবত কিষাণরাও কারাদ- অর্থমন্ত্রকের প্রতিমন্ত্রী 
  • রাজকুমার রঞ্জন সিং-বিদেশ ও শিক্ষামন্ত্রকের প্রতিমন্ত্রী 
  • ভারতী প্রবীণ পওয়ার- স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রকের প্রতিমন্ত্রী 
  • বিশ্বেশ্বর টুডু- আদিবাসী বিষয়ক ও জলশক্তিমন্ত্রকের প্রতিমন্ত্রী 
  • মুঞ্জাপারা মহেন্দ্রভাই- নারী ও শিশুকল্যাণ এবং আয়ুষমন্ত্রকের প্রতিমন্ত্রী 
  • এল মুরুগান- মৎস্য, পশুপালন ও দুগ্ধজাত পণ্য মন্ত্রকের প্রতিমন্ত্রী, তথ্য ও সম্প্রচারমন্ত্রকের প্রতিমন্ত্রী 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement