সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঢেলে সেজেছে (Cabinet Reshuffle) নরেন্দ্র মোদির মন্ত্রিসভা। দ্বিতীয়বার ক্ষমতায় আসার দু’বছরের মাথায় বহু পুরনো মন্ত্রীকে সরিয়ে জায়গা দেওয়া হয়েছে নতুনদের। দেশের তরুণতম মন্ত্রিসভা গঠিত হয়েছে বলে দাবি বিজেপির। মন্ত্রিসভায় যেমন জাতপাতের সমীকরণ রয়েছে, তেমনই রয়েছে ‘মিশন ২০২৪’।
রদবদলের জেরে কেউ পেয়েছেন গুরুদায়িত্ব, আবার কেউ হারিয়েছেন গুরুত্ব। উল্লেখযোগ্যভাবে, রদবদলের আগে একযোগে ১২ জন মন্ত্রীকে পদত্যাগের নির্দেশ দেয় দল। তাঁদের মধ্যে ছিলেন স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন, শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক থেকে আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ, তথ্য সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকরও। এমনকী, বাংলার সাংসদ বাবুল সুপ্রিয়, দেবশ্রী চৌধুরীদের মন্ত্রিত্ব ছাড়তে নির্দেশ দেওয়া হয়। যা দেখে রাজনৈতিক মহল বলছে, বহু বর্ষীয়ান মন্ত্রীরই এবার পদে অবনতি হয়েছে। আবার অনেকের কপালেই পদোন্নতির শিঁকে ছিঁড়েছে।
এক ঝলকে দেখে নেওয়া যাক, কাদের পদোন্নতি হল, কারা হারালেন গুরুত্ব?
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.